ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : হুগলির ধনেখালির বেলমুড়ি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এখনও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু যে সমস্ত স্কুল কর্তৃপক্ষ এডমিট কার্ড দেয়নি প্রত্যেক স্কুল গুলিকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করলেন। এবং ক্যান্সলেশন ফি, রেজিস্ট্রেশন ফি, লেট ফাইন সহ সমস্ত জরিমানা স্কুলকে বহন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন। ভুল সংশোধন করার জন্য পর্ষদের পোর্টাল আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল দুপুর দু’টে পর্যন্ত খুলে রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেই সময়ের মধ্যে স্কুলকে সমস্ত ভুল সংশোধন করতে হবে অনলাইনে। এবং শনিবার সকাল ১১ টা থেকে দুপুর দুটো এবং রবিবারের মধ্যে স্কুলের প্রধান শিক্ষিকাকে সল্টলেকে পর্ষদের ভবনে সশরীরে উপস্থিত থেকে সমস্ত ফি জমা দিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে আগামী ৯ তারিখের মধ্যে ছাত্র-ছাত্রীদের বাড়িতে অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়ার ব্যবস্থা নির্দেশও দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতির পর্যবেক্ষণ, স্কুল যখন ভুল করেছে তখন সব দায় স্কুলকে নিতে হবে। সমস্ত জরিমানার অর্থ স্কুলকেই বহন করতে হবে। এবং এই কয়েকদিনে ছাত্র-ছাত্রীদের যে হয়রানি হয়েছে, তার জন্য ছাত্র-ছাত্রীদের সমস্ত রকম সহযোগিতা স্কুল এবং প্রধান শিক্ষিকাকে করতে হবে বলে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর।