পারমিতা ধর,নিজস্ব প্রতিনিধিঃ এবার কি পাকাপাকি রাজনীতিতে যোগদান করছেন অনুপম খের ? এই জল্পনা অনেকদিনের। এবার এই জল্পনার অবসান ঘটালেন বর্ষীয়ান অভিনেতা নিজেই। সমাজমাধ্যমে অনুপম খেরের কাছে প্রশ্ন রাখেন তাঁর এক অনুরাগী। পাকাপাকিভাবে কেন অভিনেতা যোগ দিচ্ছেন না রাজনীতিতে ? মোদি সরকারের জন্য অভিনেতা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ওই অনুরাগী। নরেন্দ্র মোদী সরকারের জন্য সম্পদ হতে পারবেন বলেও সোশ্যাল মাধ্যমে জানান তিনি। রাজনীতিতে অভিনেতা ভাল কাজ করবেন বলে মত প্রকাশ করেছেন ওই অনুরাগী। অনুপম খের সোজাসাপ্টা উত্তর দিয়েছেন। ভবিষ্যতে রাজনীতিতে যোগদান করার কোনও ইচ্ছে তাঁর নেই। তিনি বলেন “আমাকে সুপরামর্শ, উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। দেশের সম্পদ হয়ে ওঠার জন্য রাজনীতি করার দরকার নেই। দেশের সম্পদ হতে গেলে একজন ভাল নাগরিক হওয়া জরুরি।”
যদিও গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ বলে পরিচিত অভিনেতা অনুপম খের। ২০২৪ পর্যন্ত তাঁর স্ত্রী বিজেপির টিকিটে সাংসদ ছিলেন। ফলে অনুপম রাজনীতিতে যোগদান করবেন কিনা তাই নিয়ে ভক্ত মহলে জল্পনা থাকবেই। অভিনেতাকে শেষ দেখা গিয়েছে কঙ্গনা রানৌতের “ইমারজেন্সি” ছবিতে। তবে রাজনীতিতে তিনি যে সক্রিয় ভাবে অংশগ্রহণ করছেন না, তা নিজেই জানালেন অভিনেতা।