৩ মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোবাইল নিয়ে মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও কড়া সতর্কতা। পরীক্ষা হলে মোবাইল মিললেই একটা বছর নষ্ট।
নাজিয়া রহমান, সাংবাদিক : ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্ন ফাঁস ও টুকলি রুখতে কড়া পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। মোবাইল নিয়ে কড়া নির্দেশিকা জারি সংসদের। মোবাইলের পাশাপাশি যে কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়েও পরীক্ষাকেন্দ্রে ঢোকা চলবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্পষ্ট নির্দেশ, মোবাইল ফোনের পাশাপাশি যে কোনও ধরনের ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সেই বছরের মত সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হবে। শুধুমাত্র পরীক্ষা নয় ওই পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডও বাতিল হবে। অর্থাৎ একটা বছর নষ্ট হবে ওই পরীক্ষার্থীর। পরের বছর পরীক্ষা দেওয়ার জন্য ফের নতুন করে আবেদন করতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে। নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য । এছাড়াও গতবারের মত এবার পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় প্রত্যেকটি পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার পরই পরীক্ষাকেন্দ্র ঢুকতে পাবে পরীক্ষার্থীরা। পাশাপাশি সংসদের নির্ধারিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনও স্মার্ট ডিভাইস বা স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলে ও ধরা পড়লে সেই পরীক্ষার্থীর চলতি বছরের মতো পরীক্ষা বাতিল করা হবে বলে সতর্ক করেছে সংসদ। মোবাইল নিয়ে শুধু পরীক্ষার্থীদের নয় পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে সংসদ। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে পরীক্ষার দিনগুলিতে শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যেন মোবাইল ফোন না নিয়ে আসেন। যদি বা নিয়েও আসেন, তাহলে ভেনু সুপারভাইজারের কাছে তা জমা রাখতে হবে। পরীক্ষার সময় পরীক্ষার প্রয়োজনে সেন্টার-ইন- চার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার ও কাইন্সিল নমিনি মোবাইল ফোন ব্যাবহার করতে পারবেন। তবে তারাও পরীক্ষার হলে গিয়ে মোবাইল ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সংসদের সঙ্গে কথা বলার প্রয়োজন হলে হলের বাইরে বেরিয়ে এসে ফোনে কথা বলবেন। চলছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষায় টুকলি ও প্রশ্নফাঁস রুখতে একাধিক কড়া পদক্ষেপ গ্রহন করেছে পর্ষদ। তবুও পর্ষদের হুঁসিয়ারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিরাপত্তার নজর এড়িয়ে হলে মোবাইল নিয়ে যায় বেশ কয়েকজন পরীক্ষার্থী। তবে শেষ রক্ষা হয়নি। পর্ষদের তীক্ষ্ণ দৃষ্টি তাদের ধরে ফেলেছে। পরীক্ষা হলে মোবাইল সহ ধরা পড়া পরীক্ষার্থীদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা তাই মোবাইল ফোন নিয়ে পরীক্ষার শুরুর কিছুদিন আগেই পরীক্ষার্থীদের সতর্ক করল সংসদ।