বাজটে মানেই আয়করের ক্ষেত্রে কতটা ছাড় দেওয়া হবে সেদিক নজর থাকে সকলেরই। অন্যথা হল না এই বাজেটেও। বাজেটে আয়করের ক্ষেত্রে বিপুল ছাড় মধ্যবিত্তের। ১২লক্ষ টাকা বার্ষিক আয়ে দিতে হবে না কোন কর এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: বাজেটে নতুন কর কাঠামোয় বিপুল ছাড়। এবার থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। কেন্দ্রীয় বাজেটে এই বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এ দিন তিনি বলেন, ‘‘সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে ট্যাক্সের পরিমাণ।’’
নির্মলা জানিয়েছেন আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ থেকে ৭৫ হাজার টাকা করা হল। বছরে ২৪ লক্ষের বেশি আয়ে দিতে হবে ৩০% কর । বছরে ১২ লক্ষের আয়ে ৮০ হাজার টাকা সাশ্রয় হবে এই নতুন ঘোষণায়।
এবার থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না। এরপর ১২ থেকে ১৬ লক্ষ টাকা যাদের আয়, তারা ১০ শতাংশ হারে ট্যাক্স দেবেন। এরপর ১৬ থেকে ২০ লাখ রোজগেরেদের জন্য ১৫ শতাংশ আয়কর দিতে হবে। ২০ থেকে ২৪ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ। এরপর ২৪ লাখের বেশি রোজগার হলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।
দেখে নেওয়া যাক নতুন এবং পুরনো কর কাঠামোর তফাৎ
কি ছিল—
০-৩লাখ- ০%
৩-৭লাখ- ৫%
৭-১০লাখ- ১০%
১০-১২লাখ- ১৫%
১২-১৫লাখ- ২০%
১৫লাখের বেশি- ৩০%
কি হল—
০-৪লাখ- ০%
৪-৮লাখ- ৫%
৮-১২লাখ—১০%
১২-১৬লাখ- ১৫%
১৬-২০লাখ— ২০%
২০-২৪লাখ— ২৫%
২৪ লাখের ওপরে— ৩০%