Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • পুতিন যুদ্ধ চালিয়ে যেতে চান। সে কথা মার্কিন প্রেসিডেন্টকে বলতে ভয় পাচ্ছেন তিনি। দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির।
  • মাঝ আকাশেই আগুন আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে। ১৭৮ জন যাত্রী নিয়ে বিমানটি কলোরাডো থেকে ডালাসে যাচ্ছিল। জরুরি ভিত্তিতে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের পরে উদ্ধার করা হয় যাত্রীদের।
  • হোলির অনুষ্ঠানের মধ্যেই বিপর্যয়। গুজরাতের রাজকোটে একটি আবাসনে আগুন,মৃত ৩।
  • তিন দিনের উত্তর-পূর্ব ভারত সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সফরসূচিতে উল্লেখ নেই মণিপুরের।
  • ১০০ ও ২০০ টাকার নতুন নোট বাজারে আসতে চলেছে। নতুন নোটে থাকবে আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর। পুরনো ১০০ ও ২০০ টাকার নোটগুলি বাতিল একই থাকবে।
  • পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ তাঁরই জামাই। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় রাজসাক্ষী কল্যাণময় ভট্টাচার্য। বিচারপ্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষী হতে চেয়ে আবেদন কল্যাণময়ের।
  • পার্কিং নিয়ে বচসার জের। বাঙালি বিজ্ঞানীকে পিটিয়ে খুনের অভিযোগ। পঞ্জাবের মোহালিতে চাঞ্চল্য। নিহত অভিষেক স্বর্ণকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে কর্মরত ছিলেন।
  • ফের ধর্মীয় ইস্যুতে সরব শুভেন্দু অধিকারী। রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক বিরোধী দলনেতার। 
  • রাজ্যে ফেল করা ওষুধের মধ্যে রয়েছে সরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা নমুনাও। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি NRS-এর স্টোরে থাকা একটি ইঞ্জেকশন। ওই ওষুধ ব্যবহার ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। জানিয়েছেন NRS-এর অধ্যক্ষ।
  • বাংলাদেশ সেনার বিশেষ ক্ষমতা বৃদ্ধি। বিজ্ঞপ্তি দিয়ে জানাল ইউনুস সরকার। ১৫ মার্চ থেকে ৬০ দিনের জন্য বিশেষ ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
  • সিরাজুল ইসলামের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষকদের চিহ্নিতকরণ। সিরাজুল ইসলামের চাকরি বাতিল হয়। তা সত্ত্বেও শিক্ষক বন্ধু কমিটিতে রয়েছেন সিরাজুল।
  • তাপসী মণ্ডলকে বড় দায়িত্ব দিল তৃণমূল। রাজ‍্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের চেয়ারম্যান করা হল তাঁকে। এই দফতরের মন্ত্রী শশী পাঁজা। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল গত সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।
  • জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে সরানো হোক। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন রাজ্যের। আগে বিচারপতি বসু নিজে এই মামলা থেকে সরলেও প্রধান বিচারপতি তাঁকেই মামলা শোনার নির্দেশ দেন।
  • কলকাতাকে পরিচ্ছন্ন রাখতে কড়া পদক্ষেপ পুলিশের। রাস্তায় থুতু ফেললেই ১০০০ টাকা জরিমানা। একই অপরাধ দ্বিতীয়বার করলে ২০০০-৫০০০ টাকা পর্যন্ত জরিমানা।
  • বিরোধী বিধায়কদের কার্যবিবরণী কাগজ দেওয়ার নির্দেশ। নির্দেশ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। ‘প্রত্যাশা করব কাগজ ছেঁড়া বন্ধ করবেন’। ‘গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলবেন’।
  • এখনই পৃথিবীতে ফেরা হচ্ছে না সুনীতা উইলিয়মসদের। যান্ত্রিক ত্রুটির কারণে উৎক্ষেপণের এক ঘণ্টারও কম সময় বাকি থাকতে বাতিল হয় মিশন। জানান হয়েছে নাসার তরফে।
  • ৩দিনের জন্য বন্ধ যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। ১৭ মার্চ থেকে ফের খুলবে কলেজ। বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ অধ্যক্ষের।
  • কলকাতায় চালু হচ্ছে এসি লোকাল ট্রেন। শিয়ালদহ মেইন শাখায় দ্রুত চালু হবে এই ট্রেন। শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে চলবে এসি ট্রেন। পূর্ব রেল ২টি ইএমইই রেক পেতে প্রস্তুত। ১২ বগির ২টি ট্রেনই আইসিএফ কোচের। রেকের আসন ধারণক্ষমতা প্রায় ১১০০। প্রতি কোচে থাকছে টক-ব্যাকের সুবিধা। মেট্রোর মতোই থাকবে সয়ংক্রিয় দরজা।
  • New Date  
  • New Time  
হাসিনার দেশত্যাগের পর থেকে  অশান্তি বাংলাদেশ

22
February 2025

হাসিনার দেশত্যাগের পর থেকে অশান্তি বাংলাদেশ

মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ হাসিনার দেশত্যাগের পর থেকে বাংলাদেশে অশান্তি বেড়েছে কয়েকগুণ। সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নানান ধরনের ছবি উঠে আসছে, কখনও সংখ্যালঘুদের উপর শারীরিক অত্যাচার হচ্ছে, কখনও জোর করে তাঁদের ধর্মান্তকরণ করানো হচ্ছে। এমনই আরেকটি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে এক নাবালককে জোর করে মুসলিম ধর্মে ধর্মান্তকরণ করা হচ্ছে। মাইকে তাকে স্বীকার করে নিতে বলা হচ্ছে যে সে মুসলিম হয়ে গেল। আরেকদিকে কান্নায় ভেঙে পড়ছেন নাবালকের বাবা। ভিডিওটি ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সংখ্যালঘুদের উপর ক্রমাগত অত্যাচারের আবহে সন্ত্রাসবাদ এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিয়ে ঢাকাকে কঠোর বার্তা দিল নয়াদিল্লি। জানানো হল, এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর উদ্বেগ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন।
একটি প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল বলেন, সম্প্রতি মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা এবং কথা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের। সেখানে সার্ক-কে চাঙ্গা করে তুলতে বাংলাদেশের পক্ষ থেকে জয়শঙ্করকে অনুরোধ করা হয়। জায়সওয়ালের বক্তব্য, “বাংলাদেশের তরফ থেকে সার্কের প্রসঙ্গ তোলা হয়েছিল জয়শঙ্করের কাছে। অথচ দক্ষিণ এশিয়ার প্রত্যেকেই জানে কোন দেশ এবং তাদের কোন কার্যকলাপ সার্ককে স্থগিত করে রেখেছে। বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে, তারা যেন সন্ত্রাসবাদকে জলভাত করে না দেখে।”
এদিকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে বিজিপি-র ডিজি জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে সন্ত্রাসের বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে, তা সবটাই বানানো। তাদের দাবি দুর্গাপুজোর সময়েও যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এই নিয়ে প্রতিক্রিয়ায় রণধীর জায়সওয়াল জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক ওয়াশিংটন সফরেও বিষয়টি নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকার কাছে। আমরা সবাই জানি গত কয়েক মাস ধরে সংখ্যালঘুদের নিরাপত্তা কী ভাবে বিঘ্নিত হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের উপদেষ্টাদের মুখে প্রায়শই ভারতবিরোধী মন্তব্য উঠে আসে, তা নিয়ে জয়সওয়াল বলেন, ভারত এসব মন্তব্য নজরে রেখেছে। ওই ধরনের মন্তব্য ও বাংলাদেশের সঙ্গে কাজকর্মে তার প্রভাব–প্রতিক্রিয়ার বিষয়ও আমারা নজরে রেখেছি।
ভারতের কড়া বার্তায় কি এবার শুধরোবে ইউনুসের বাংলাদেশ, সেটাই এখন দেখার।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​