মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে নির্বাচন নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুস। আগামী ডিসেম্বরেই নির্বাচন আশা করছেন বলে জানালেন ইউনুস। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেখানেই সংযুক্ত আরব আমিরশাহির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। ইউনুস জানান, বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কারের জন্য ১৫টি কমিশন গঠন এবং তার প্রতিবেদন আসতে শুরু করেছে। এসব কমিশনের সুপারিশ নিয়ে ঐকমত্য গঠনে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের ভাবনার কথাও জানান ইউনুস। তিনি বলেন , ‘আমরা এইসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ও সুশীল সমাজের কাছে জানতে চাই যে আপনারা এখন কোনটা বাস্তবায়ন করতে চান ? আর কোনটা আপনারা ভবিষ্যতে বাস্তবায়ন করতে চান ? কোনটা একেবারেই বাস্তবায়ন করতে চান না, এবিষয়ে রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজের প্রতিনিধিরা যে মত দেবেন, তার ভিত্তিতেই প্রক্রিয়া এগোবে বলে জানান ইউনুস। এর ভিত্তিতে ডিসেম্বর নাগাদ নির্বাচন অনুষ্ঠিত করা যাবে বলে আশাবাদী মহম্মদ ইউনুস। এরপর আরও কিছু সংস্কারের জন্য সময় নেওয়া হলে নির্বাচন ২০২৬ পর্যন্ত গড়াতে পারে। ইউনুস আশ্বাস দেন, ১৬ বছরের মধ্যে একটি যথাযথ নির্বাচন হতে চলেছে। একটি বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করতে পারলেই সন্তুষ্ট হব আমরা। জনগণ এই সুষ্ঠু নির্বাচন উদ্যাপন করতে পারলেই আমাদের দায়িত্ব শেষ হবে বলে জানান মহম্মদ ইউনুস।
সাক্ষাৎকারে মহাম্মদ ইউনুস বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেবেন না তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনবেন তিনি। অভিযুক্তদের আইনের মুখোমুখি করার আশ্বাসও দিয়েছেন ইউনুস। তিনি বলেন, ‘আমরা ভারতকে নোটিশ পাঠিয়েছি যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে। মানবাধিকারবিষয়ক জাতিসংঘের হাইকমিশনারের প্রতিবেদন সহ আমাদের কাছে বহু তথ্যপ্রমাণ আছে। ইউনুস বলেন, সমস্ত আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আশা করছি, আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবেই। এটা না করলে মানুষ আমাদের ক্ষমা করবে না।’ একদিকে চিন্ময়কৃষ্ণের মতো হিন্দু ধর্মগুরুকে বিনা অভিযোগে হাজতবাস করানো, সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে ঘরে বাইরে মুখ পুড়ছে ইউনুস সরকারের। এই পরিস্থিতিতে শেখ হাসিনার বিরুদ্ধে শাস্তি এবং শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়ে হাওয়া কতটা নিজের দিকে ঘোরাতে পারবেন মহম্মদ ইউনুস ?