ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: বর্ধমানে মোহন ভগবাতের ১ ঘন্টা ৩০ মিনিটে অনুষ্ঠানে অনুমতি দিল। তবে পরীক্ষার্থীদের কোন ভাবেই পঠন পাঠনের সমস্যা না হয়। সাউন্ড যাতে বহুদূর পৌঁছতে পারে তাও নজর রাখতে হবে আয়োজক কতৃপক্ষকে।
৫০ বিঘা জুড়ে রয়েছে বর্ধমানের সেন্ট্রাল স্পোর্টস একাডেমি । দু থেকে তিন কিলোমিটার পর্যন্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই।
গত ৩১জানুয়ারি তে SDO পুলিশ সকলকেই জানানো হয়েছিল ১৮ ই ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মোহন ভগবাতের একটি অনুষ্ঠান রয়েছে। কিন্ত SDO জানিয়েছেন কোন সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না।রবিবার কোন পরীক্ষা নেই।
বিচারপতি অমৃতা সিনহা : কত মানুষের জামায়েত হবে। আশেপাশে জন বসতি রয়েছে কিনা। সেখানে কোন মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে কিনা?
উত্তরে জানায় মামলাকারীর ধীরাজ ত্রিবেদি আইনজীবী ১, ২ কিলোমিটারে বাইরে দুটি মডেল স্কুল রয়েছে।
রাজ্যে এডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছে আদালতের নির্দেশ রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কোন মাইক, বাক্স বাজানো যাবে না। পাশাপাশি কোন শিক্ষা প্রতিষ্টান সামনে কোন সামনে কোন সাউন্ড বক্স বাজান যাবে না।
বিচারপতি : একটি প্রাথমিক স্কুল, ৫০০ মিটারের বাইরে স্কুল রয়েছে। যেদিন অনুষ্ঠানটি হবে সেই দিন রবিবার স্কুল ছুটি থাকছে। তাহলে সমস্যা কোথায়?’এজির উদ্দেশ্যে প্রশ্ন। শব্দ জানবোহুল এলাকায় ৪১. ৪ডিসিবেলেই বেশি কোন মাইক বাজানো যাবে না।
রাজ্যে আর বক্তব্য নতুন নির্দেশিকায় বলা হয়েছে পরীক্ষার আগে ও পরীক্ষার পর পরেও স্কুলের সামনে মাইক বাজানো যাবে না।
বিচারপতি অমৃতা সিনহা মামলাকারীর উদ্দেশ্যে আপনারা তাহলে অন্য কোথাও করুন। রাজ্য সরকার বলছে ৫০০ মিটারের মধ্যেই স্কুল রয়েছে। তাতে কি সাউন্ড পৌঁছবে।
ধীরাজ ত্রিবেদি জানিয়েছে বর্ধমানে কেন্দ্রীয় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া একাডেমি কমপ্লেক্স মধ্যে হচ্ছে। একদিনের অনুষ্ঠান ৭ লক্ষ স্কায়ারফিট এলাকা। শব্ধ বাইরে যাওয়ার কোন প্রশ্নই নেই। কিন্ত পরিবেশ দফতর দিচ্ছে না। স্পিকার ব্যবহার করা হবে না। শুধু বক্স ব্যবহার করা হবে। কোন যাতে কোন সমস্যা না হয় পরীক্ষার্থীদের সেটা নজর রাখতে হবে।