ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: চিটফান্ডে টাকা রেখে প্রচারিতদের ক্ষতিপূরণের জন্য তৈরি অবসরপ্রাপ্ত বিচারপতির কমিটি চালানোর ক্ষেত্রে রাজ্যের অসহযোগিতায় চরম ক্ষুব্ধ হাইকোর্ট। দিনের পর দিন রাজ্যের কাছে ওই কমিটি চালানোর জন্য পরিকাঠামো, শূন্যপদ পুরনসহ বিভিন্ন আবেদন করা হলেও এতদিনেও তা কার্যকর করেনি রাজ্য। রাজ্যের এই অসহযোগিতায় কারণ জানতে চায় হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব আদালতে এসে সরকারের এমন অসহযোগিতার কারণ কি, তার ব্যাখ্যা করবেন।
হাইকোর্টের আরো বক্তব্য, কমিটির শুন্যপদ পূরণ হচ্ছে না। যেসব কর্মী অফিসার সেখানে কর্মরত ছিলেন তাদের অনেকেরই কাজের মেয়াদ শেষের পথে, তাদের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও কোনো পদক্ষেপ করা হচ্ছে না। নতুন যে চেয়ারম্যান এসেছেন তার রেমুনারেশন দেওয়ার জন্য নির্দেশ থাকলেও এখনো সরকার তাতে অনুমোদন দেয়নি। শুধু তাই নয়, আগের চেয়ারম্যানের রেমুলারেশনের মোটা টাকা এখনো বকেয়া রয়েছে। এই অবস্থায় আদালতের প্রশ্ন, যেখানে রাজ্যের আশ্বাস পেয়েই এই কমিটি গঠন করেছিল হাইকোর্ট, সেখানে পরিকাঠামোর সহ অন্যান্য সুযোগ-সুবিধা এই কমিটিকে দেওয়া রাজ্যের দায়িত্ব। কিন্তু বাস্তবে তা কেন করা হচ্ছে না সে ব্যাপারে কৈফিয়ত তালো করা হয়েছে। একইসঙ্গে আগাম বলা সত্ত্বেও এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অনুপস্থিতিতে সরকার সময় চাওয়ায় আরো অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট।