মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন অর্থাৎ এফবিআইয়ের ডিরেক্টর কাশ পাটেল। বিরোধীদের আপত্তি থাকলেও ৫১-৪৯ ভোটে জয়ী হন রিপাবলিকান প্রার্থীই। তাঁর নিয়োগে সম্মতি জানিয়েছে সেনেট। দায়িত্ব নিয়েই সন্ত্রাস দমনে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এফবিআই ডিরেক্টর কাশ পাটেল। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বর্তমানে বিচারবিভাগে রাজনীতিকরণ হচ্ছে বলে মানুষ ভরসা পাচ্ছেন না। আর তা চলবে না। এফবিআইয়ের ডিরেক্টর পদে দায়িত্ব নিয়ে কাশ পাটেল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘এফবিআইয়ের ডিরেক্টর হতে পেরে আমি সম্মানিত। ৯/১১র হামলার পর আমেরিকাকে রক্ষা করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ঐতিহ্য রয়েছে এফবিআইয়ের। আমেরিকার নাগরিকরা স্বচ্ছ এফবিআই চান। বর্তমানে বিচারবিভাগে রাজনীতিকরণ হচ্ছে বলে মানুষ ভরসা পাচ্ছেন না। তা আর চলবে না। এফবিআইয়ের সুনাম পুনরুদ্ধার করতে হবে। যারা আমেরিকানদের ক্ষতি করতে চাইছেন তাদের জন্য এটা একটা সতর্কবাণী। আপনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, আমরা আপনাকে খুঁজে বের করব। মিশন ফার্স্ট। আমেরিকা সবসময় সবার আগে। এবার কাজ শুরু করা যাক।’
এক নজরে দেখে নেওয়া যাক কে এই কাশ পাটেল ? তাঁর জন্ম এবং পেশাগত জীবন–
১৯৮০ সালের ২৫শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে
ভারতীয় বংশোদ্ভূত কাশ পাটেলের জন্ম
পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল
কাশের বাবা-মা দু’জনেই গুজরাটি
রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আইন নিয়ে পড়াশোনা
আন্তর্জাতিক আইনে ডিগ্রিপ্রাপ্ত কাশ
আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করার পর
প্রতিরক্ষা সচিবের প্রাক্তন চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সন্ত্রাস দমন শাখার সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন
সুতরাং একাধিক পদে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন কাশ পাটেল। এছাড়া বাইডেন সরকারের সমালোচনা করে ‘ডিপ স্টেট’ নামে একটি বইও লিখেছেন। বরাবরই ট্রাম্প সমর্থক হিসেবে পরিচিত ছিলেন কাশ প্যাটেল। তাই ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর যে কাশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন তা নিয়ে জল্পনা ছিল৷ এফবিআইয়ের ডিরেক্টর কাশ পাটেলের নাম ঘোষণার পর সেই জল্পনার অবসান হল।