ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: নির্দেশ থাকলেও নিম্ন আদালতগুলো সময় মামলার নথি কলকাতা হাইকোর্টে না পাঠানো থমকে যাচ্ছে মামলার শুনানি।নিম্ন আদালত একাংশের এই মনোভাব রুখতে এবার গাইড লাইন তৈরি করে দিল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভেন্দু সমান্তর ডিভিশন বেঞ্চ। আদালতের মতে, নির্দেশ হাতে পেয়ে ঠিক কতদিনের মধ্যে নিম্ন আদালত মামলার নথি হাইকোর্টে পাঠাবে তার কোনো নিয়ম নেই। আর এর জেরে সময় নথি উচ্চ আদালতে না আসায় বিপাকে পড়ছে শুনানি ও মামলার নিষ্পত্তির বিষয়টি। এই অনিয়ম ঠেকাতেই গাইডলাইন তৈরি করলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে এবার থেকে নিম্ন আদালতগুলিকেকে নির্দেশ হাতে পাওয়ার একমাসের মধ্যে মামলার নথি হাইকোর্টকে হস্তান্তর করতে হবে। দেরি হলে তার কারণ দর্শিয়ে নিম্ন আদালতকে তা পাঠাবে হবে রেজিস্ট্রার জেনারেলের কাছে। রেজিস্ট্রার জেনারেল ওই কারন দর্শানোর চিথি সংশ্লিষ্ট বেঞ্চে পেশ করবেন। হাইকোর্ট জানিয়েছে, নিম্ন আদালত নথি হস্তান্তরের আগেবচাইলে নথি স্ক্যান কপি পাঠিয়ে দিতে পারে। হাইকোর্টের রেকর্ড সেকশন হাতে পাওয়া নথি ১৫ দিনের মধ্যে খতিয়ে দেখে ত্রুটি থাকলে সেটি সংশোধন করে নেবে। ত্রুটির বিষয়টি সংশ্লিষ্ট বেঞ্চকে জানাতে হবে। বেঞ্চ ছোটখাটো ত্রুটি থাকলে সম্ভব হলে সেটি এড়িয়ে শুনানি চালাতে পারে, অন্যথায় নির্দেশ দিয়ে নিম্ন আদালো থেকে শুধরে নেবে।