পরীক্ষার সময় নেওয়া যাবে না ছুটি। শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উদ্দেশ্য কড়া নির্দেশিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। পাশাপাশি কারা নিতে পারবেন ছুটি তাও জানাল সংসদ। ছুটি নিয়ে জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।
নাজিয়া রহমান,সাংবাদিক: ছুটি নিয়ে কড়া নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের । এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ। চলতি বছর ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে ১৮ই মার্চ পর্যন্ত। পরীক্ষা চলাকালীন মেডিক্যাল এমার্জেন্সি ছাড়া অন্য কোনও কারণ দেখিয়ে ছুটি নেওয়া যাবে না। ছুটি নিতে পারবেন না যেমন শিক্ষক-শিক্ষিকারা তেমনি ছুটি নিতে পারবেন না শিক্ষাকর্মীরাও। তবে, যথাযথ কারণ জানিয়ে আবেদন জমা দিলে তা শিক্ষা সংসদ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে এটাও জানানো হয়েছে সংসদের তরফ থেকে।
চলছে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে আর কিছুদিন পরীক্ষা শুরুর আগেই বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের সতর্ক করলো সংসদ। সংসদ সূত্রে খবর, পরীক্ষা চলাকালীন বহুবার এমন হয়েছে কোন কারণ ছাড়াই শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা লম্বা ছুটি নিয়ে নেন। সেক্ষেত্রে পরীক্ষা চলাকালীন লোকবলের অভাব লক্ষ্য করা যায়। আর এই সমস্যা মেটাতেই আগে থেকেই নির্দেশিকা জারি করল শিক্ষা সংসদ। নির্দেশিকা উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া বা অস্ত্রোপচার সংক্রান্ত সমস্যা ছাড়া অন্য কোনও কারণ দেখিয়ে পরীক্ষার সময়ে ছুটি নেওয়া যাবে না। পাশাপাশি কোন পরীক্ষার্থীর বাবা এবং মা দুজনেই যদি সরকারি বা সরকার অধীনস্থ দফতরে কর্মরত থাকেন তাঁরা যদি উভয়ই যদি একসঙ্গে ছুটি নিতে চান, সে ক্ষেত্রে যে কোনও এক জনের ছুটি মঞ্জুর করা হবে। তবে, তাঁদের শিক্ষা সংসদের স্থানীয় দফতরে যথাযথ ভাবে আবেদন জমা দিতে হবে। পরীক্ষার সময় যাতে লোকবলের অভাব না ঘটে তারজন্যই এই সিদ্ধান্ত সংসদের। তবে সংসদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকমহলের একাংশ।