ফোন হারালো তৃণমূল বিধায়কের, তাও আবার বিধানসভার মতো জায়গায়। অভিযোগ জমা পড়েছে হেয়ার স্ট্রিট থানায়।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- মঙ্গলবার সকাল সকাল ফোন হারাল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের। এদিন অধিবেশন শুরুর আগে বিধানসভার লবিতে তিনি বসেছিলেন। সঙ্গে ছিলেন আরেক তৃণমূল বিধায়ক জাকির হোসেন। অধিবেশন শুরুর হুটার বাজতেই তাঁরা তড়িঘড়ি অধিবেশন কক্ষের দিকে হাঁটা লাগান। সেই সময় একটি ফোন সোফার উপর রেখেই কক্ষে চলে যান হুমায়ূন কবীর। পাঁচ মিনিট পর খেয়াল পরলে তিনি বাইরে বেরিয়ে এসে লবিতে খোঁজ করতে থাকেন, কিন্তু ফোন আর খুঁজে পান নি। ফোন হারানোর বিষয়ে প্রথমে বিধানসভার মার্শাল এর কাছে ও পরে বিধানসভায় উপস্থিত হেয়ার স্ট্রিট থানার আধিকারিকের কাছে মৌখিক অভিযোগ জানান এই তৃণমূল বিধায়ক। থানার আধিকারিক হুমায়ূন কবীরের মৌখিক অভিযোগের ভিত্তিতে খোঁজ খবর শুরু করলেও বিধায়ককে একটা লিখিত অভিযোগ করার কথা জানান।
ফোন হারানোর প্রসঙ্গে হুমায়ূন কবীর বলেন, “আমরা তখন এখানে (লবিতে) বসে গল্প করছিলাম। একটা ফোন আসে। তখন সেই ফোনে কথা বলছিলাম আর আই ফোন ১৩ টা পাশে রেখেছিলাম। হঠাৎ হুটার বাজতেই উঠে চলে যাই। কক্ষের ভিতর যাওয়ার পর হঠাৎ খেয়াল হয় যে আই ফোনটা নেই। এখানে এসে আর খুঁজে পাই নি।” ফোনে রিং করলে রিং হচ্ছে জানিয়ে ভরতপুরের বিধায়ক বলেন, “কেউ নিশ্চয়ই পেয়েছে। এখন দেখি বিধানসভার সিসিটিভি ফুটেজ থেকে নিশ্চিত জানা যাবে কে নিয়েছে।”