মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানের তিনটি ভেনু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ রয়েছে। নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী সব দেশের পতাকাই থাকে ম্যাচ ভেনুতে। প্রথমে অবশ্য পাকিস্তানের মাঠে ভারতের পতাকা লাগায়নি আয়োজকরা। পরে আইসিসির ধমক খেয়ে ভারতের পতাকা লাগাতে বাধ্য হয় পাকিস্তান। যদিও ভারতের সব ম্যাচই হচ্ছে দুবাইতে। প্রথমে করাচিতে নিউজিল্যান্ড এবং দুবাইয়ে ভারতের কাছে হারে পাকিস্তান। টুর্নামেন্টে বিদায় নিয়েছে তারা তারপরও পাকিস্তানকে ঘিরে বিতর্ক চলছেই।
দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল ভারত। বিরাট কোহলি সেঞ্চুরি করতেই খুশির হাওয়া পৌঁছে যায় পাকিস্তানেও। পাকিস্তানের ক্রিকেট প্রেমীরাও ভারতের জয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে একটি ম্যাচে দেখা গিয়েছে ভারতীয় পতাকা ওড়াচ্ছেন একজন ক্রিকেটপ্রেমী। তাতেই বিপত্তি। বিষয়টি চোখে পড়তেই ওই ক্রিকেটপ্রেমীকে স্টেডিয়াম থেকে বের করে দেয় নিরাপত্তাকর্মীরা। ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের গ্যালারিতে ভারতের পতাকা ওড়ানোয় ক্রিকেটপ্রেমীকে গ্রেফতার করেছে পুলিশ। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ চলাকালীন ভুল করে ভারতের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। তখনই ভারতীয় পতাকা ওড়ান এক ক্রিকেটপ্রেমী। কিন্তু তার জেরে তাকে গ্রেফতার হতে হবে, তা ঘুনাক্ষরেও ভাবতে পারেননি তিনি। পাক প্রশাসনের এই নক্কারজনক ব্যবহারে কী বলছেন প্রাক্তন সেনাকর্তা আরকে শ্রীবাস্তব এবং সৌমিত্র রায় ? দেখে নেওয়া যাক।
সবমিলিয়ে পাকিস্তানের যে আচরণ সোশ্যাল মিডিয়ায় নিরন্তর উঠে আসছে। তাতে আখেরে আন্তর্জাতিক স্তরে মুখ পুড়ছে তাদেরই। আর কত নীচে নামবে পাকিস্তান ? আর কত কুকর্ম করবে ? ভারতের বিরোধিতা করতে গিয়ে কি আদৌ তাদের কোনও লাভ হচ্ছে ? নাকি শুধুমাত্রই আন্তর্জাতিক স্তরে আরও তলানিতে ঠেকছে পাকিস্তানের ইমেজ ?