সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: টিম ইন্ডিয়ার এই পাকিস্তান বধ কিন্তু নিছকই সাধারণ কোন জয় নয়, আট বছর পর মধুর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলল ভারত। এদিন পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি বিরাট কোহলির। শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রান পূরণ করলেন বিরাট কোহলি এবং অপরাজিত থেকে মাঠ ছাড়লেন তিনি এর পাশাপাশি হাফ সেঞ্চুরি করলেন শ্রেয়াস আইয়ারও।
এই ম্যাচে হারের পর এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই প্রায় ছিটকে যাওয়ার অবস্থা পাকিস্তানের। আজ থেকে আট বছর আগে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। ২০১৭ সালের সেই ম্যাচের বদলা যেন এভাবেই নিল ভারত।
এদিন পরে ব্যাট করতে নেমে শুরুতেই ১৫ বলে ২০ রান করে রোহিত শর্মা ফিরে যান প্যাভিলিয়নে। কোহলি ব্যাট করতে নেমে সিঙ্গলস নিয়েই ইনিংস গড়তে শুরু করেন। বরাবরই যেন এটাই তার স্টাইল। তারপর অবস্থা বুঝে রানের গতি বৃদ্ধি করেন। রবিবার ফের সেটাই করলেন কোহলি। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন।
গত কয়েকমাস ধরে কোহলির ব্যাটিং নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে কিন্তু, ফিরে আসার জন্য অপেক্ষা ছিল তারও। সময় নিয়েছেন যথাযথ উত্তর দেওয়ার জন্য আর আজকের এই পাকিস্তান ম্যাচের থেকে বড় সুযোগ কিইবা হত! শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের বিরুদ্ধে রীতিমতো রাজত্ব করলেন তিনি।