টোকাটুকিতে আধুনিক প্রযুক্তি। পরীক্ষার্থীর কাণ্ড দেখে অবাক পর্ষদ। অঙ্ক পরীক্ষায় উত্তর লিখতে এআই অ্যাপের ব্যবহার। পরীক্ষা শেষে এমনই তথ্য দিল পর্ষদ।
নাজিয়া রহমান, সাংবাদিক: সুষ্ঠুভাবে সম্পন্ন হল মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষা চলাকালীন ১৯টি মোবাইল ফোনসহ একটি স্মার্ট ওয়াচ উদ্ধার হয়েছে পরীক্ষার্থীদের কাছ থেকে । বাতিল হয়েছে ওই ২০ জনের পরীক্ষা। সময়ের সঙ্গে মানুষের ভরসা বেড়েছে প্রযুক্তি বিদ্যার উপর। বর্তমানে মানুষের খুব কাছের বন্ধু হয়ে উঠেছে এআই অ্যাপ। এবারের মাধ্যমিক পরীক্ষায় এই কৃত্রিম মেধার সাহায্যে টোকাটুকির চেষ্টা করে এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার একটি কেন্দ্রে। দক্ষিণ কলকাতার বদরতলা হাই স্কুলের ওই পরীক্ষার্থী বটতলা হাই স্কুলে পরীক্ষা দিয়েছিল। এছাড়াও বাকি মোবাইল নিশে ধরা পড়া পরীক্ষার্থীদের মধ্যে ছ’জন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহার করেছে বলেও প্রমাণ মিলেছে।তিন জন পরীক্ষার্থী মোবাইলে প্রশ্নের ছবি তুলে প্রাইভেট টিউটরকে পাঠিয়েছে। এক জন প্রশ্নের ছবি তুলে নিজের বন্ধুর বান্ধবীকে পাঠিয়েছিল।এক জন ছবি তুলে অন্য এক জন সিনিয়রকে পাঠিয়েছে। তিনি পাল্টা প্রশ্নের উত্তর লিখে পাঠিয়েছেন বলে জানিয়েছে পর্ষদ। পর্ষদের তথ্য অনুযায়ী, চলতি বছর ৪৯৪ জন পরীক্ষার্থী হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে কড়া নজর ছিল পর্ষদের। প্রশ্নপত্রে নিরাপত্তার কারণে কিউআর কোডের পাশাপাশি ছিল আরও সিকিউরিটি। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, গতবছর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়েছিল ৪৩ জন পরীক্ষার্থী । এ বার পরীক্ষা অন্যান্য বারের তুলনায় ‘নির্দ্বিধায়’ মিটেছে। রাজ্য সরকার, প্রশাসন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক অর্থাৎ সর্ব স্তর থেকে সাহায্য পাওয়ার কারণেই এমনটা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, গতবছর ৭৪ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশিত হয়।