মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধি: লঞ্চের প্রথম দিনেই ইলেকট্রিক গাড়ি দুটির বুকিং ৩০ হাজার পার করে ফেলেছে বলে জানাল মাহিন্দ্রা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বুকিং আগেই শুরু হয়েছিল। XEV 9e ৫৬ শতাংশ এবং BE 6 ৪৪ শতাংশ বুকিং পেয়েছে। প্রথম দিনেই বুকিং বাবদ মোট ৮,৪৭২ কোটি টাকা ঘরে তুলেছে মাহিন্দ্রা।
মাহিন্দ্রা ঘোষণা করেছে, মার্চের মাঝামাঝি থেকে শুরু হবে Pack 3 ভ্যারিয়েন্টের ডেলিভারি। যেখানে Pack 3 Select ভ্যারিয়েন্টের ডেলিভারি জুন থেকে শুরু হবে। Pack 2 ভ্যারিয়েন্ট গ্রাহকদের কাছে পৌঁছনোর কাজ জুলাই ২০২৫ থেকে চালু হবে। আবার Pack One Above এবং Pack One-এর ডেলিভারি দেওয়া হবে এ বছর অগাস্ট থেকে।
ইতিমধ্যেই বৈদ্যুতিন গাড়িদুটির টেস্ট ড্রাইভ শুরু করে দিয়েছে মাহিন্দ্রা। দুটি মডেলের টেস্ট ড্রাইভ নিতে পারেন আগ্রহীরা। ধাপে ধাপে দেশের বিভিন্ন শহরে এই দুটি গাড়ি লঞ্চ করে টেস্ট ড্রাইভের ব্যবস্থা করছে মাহিন্দ্রা। ২০২৫-এর ১৪ জানুয়ারি থেকে দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, পুনে, চেন্নাই, অযোধ্যা, কলকাতার গ্রাহকরা এই ইলেকট্রিক SUV-গুলির টেস্ট ড্রাইভ নিতে পারবেন। আগামীদিনে লখনউ, আহমেদাবাদ সহ আরও ১৫টি শহরে এই সুযোগ চালু হবে। ৭ ফেব্রুয়ারির মধ্যে দেশের বাকি শহরগুলিতেও মাহিন্দ্রার এই SUV-গুলির টেস্ট ড্রাইভের সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।
এক নজরে দেখে নেওয়া যাক লাক্সারি গাড়িদুটির মূল্য
BE 6-এর মূল্য রাখা হয়েছে ১৮.৯০ লক্ষ টাকা থেকে ২৬.৯০ লক্ষ টাকা। XEV 9e-এর দাম ২১.৯০ লক্ষ টাকা থেকে ৩০.৫০ লক্ষ টাকা পর্যন্ত রাখা হয়েছে। ভবিষ্যতে এই দাম পরিবর্তন হতে পারে।
কত চার্জে কত মাইলেজ দিচ্ছে গাড়িদুটি ?
মাহিন্দ্রার এই নতুন ইলেকট্রিক এসইউভিগুলিতে দুটি ব্যাটারি অপশন রয়েছে। একটি ৫৯ কিলোওয়াট আওয়ার এবং আরেকটি বড় ৭৯ কিলোওয়াট আওয়ার। এই ব্যাটারিগুলি ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যা ১৭৫ কিলোওয়াট আওয়ার পর্যন্ত চার্জিং স্পিড প্রদান করতে সক্ষম। ফলে মাত্র ২০ মিনিটের মধ্যেই ২০% থেকে ৮০% পর্যন্ত ব্যাটারি চার্জ হয়ে যায়। BE 6-এর ৫৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারির মাধ্যমে একবার চার্জে সর্বোচ্চ ৫৩৫ কিলোমিটার পর্যন্ত চলে। বড় ৭৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারির মাধ্যমে ৬৮২ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। Mahindra XEV 9e-এর ক্ষেত্রেও একইরকম পারফরম্যান্স। তবে সামান্য পার্থক্য রয়েছে। ছোট ব্যাটারির মাধ্যমে এটি ৫৪২ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে, আর বড় ব্যাটারির সাহায্যে এই গাড়ি ৬৫৬ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম।
ড্রাইভিং মোড
মাহিন্দ্রার নতুন বৈদ্যুতিন গাড়ি এসইউভি মডেলগুলিতে তিনটি প্রধান ড্রাইভিং মোড রয়েছে – Range, Everyday, এবং Race।গাড়িতে একটি Boost মোডও রয়েছে, যা অতিরিক্ত পাওয়ার সরবরাহ করতে সাহায্য করে। আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার হল One-pedal drive mode, যা চালকদের সহজ ড্রাইভিং অভিজ্ঞতা যোগাবে।
মাহিন্দ্রা এই দুটি নতুন ইলেকট্রিক SUV ই-যানবাহনের ক্ষেত্রে বড় দিশা দেখাল তা বলাই বাহুল্য। একদিকে লাক্সারি গাড়ির সুবিধা পাওয়া যাচ্ছে, অন্যদিকে পরিবেশবান্ধব হওয়ায় বাড়তি নজর টানছে গাড়িদুটি।