রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা করার নামে নিজের স্বাস্থ্যের হাল তুলে ধরে নিষ্ঠুর কটাক্ষ রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির (RSMP) বিধায়ক নওসাদ সিদ্দিকীর। সোমবার বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে রাজ্যপালের বক্তব্যের তীব্র বিরোধীতা করার সময়ই এমন কটাক্ষ করেন তিনি।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- গত সপ্তাহে সোমবার রাজ্যপালের ভাষণের মাধ্যমে রাজ্য বাজেট অধিবেশন শুরু হয়। তারপর আজ সোমবার রাজ্যপালের ভাষণের উপর আলোচনা শুরু হয়েছে। এদিন সেই আলোচনায় অংশ নিয়ে নিজের চেহারাকে দেখিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কটাক্ষ করেন রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির (RSMP) বিধায়ক নওসাদ সিদ্দিকী। বস্তুত আইএসএফ এর টিকিটে বিধায়ক হলেও বিধানসভায় তিনি RSMP-র বিধায়ক হিসাবে লিপিবদ্ধ। সেই নওসাদ সিদ্দিকী এদিন বলেন, রাজ্যপাল যে ভাষণ দিয়েছেন তার কোনো তথ্য তিনি দেন নি। শুধুই রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করেছেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলতে গিয়ে নওসাদ সিদ্দিকী বলেন, “আর জি কান্ড দেখিয়ে দিয়েছে রাজ্যের স্বাস্থ্যের অবস্থা কি।” এরপরই নিজের রোগা চেহারার দিকে ইঙ্গিত করে নওসাদ বলেন, “আমার যা স্বাস্থ্যের অবস্থা, রাজ্যের স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার তার থেকেও দুরাবস্থা।” নওসাদ যখন এই কথা বলছেন তখন হাউসে উপস্থিত বিধায়কদের অনেককেই হাসতে দেখা যায়। শাসক তৃণমূলেরও কিছু বিধায়ক মুখ চেপে হেসে ওঠেন।
রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে রাজ্যপালের ভাষণে কোনো কথা নেই এই প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যপালের ভাষণের তীব্র বিরোধীতা করে এরপর মারাত্মক অভিযোগ করেন নওসাদ সিদ্দিকী। তাঁর অভিযোগ, “আমাকে খুন করবো বলা এই বিধানসভার এক বিধায়কের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করেছে রাজ্য পুলিশ।” বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো যে অভিযোগ প্রায় সময়ই করে সেই অভিযোগ শোনা গেল নওসাদ সিদ্দিকীর গলাতেও। “রাজ্য এখন বারুদের স্তুপে পরিণত হয়েছে” বলে দাবি করে এই আইএসএফ বিধায়ক বলেন, “এরাজ্যে এখন আব্বাস সিদ্দিকীকে ধর্মসভা করতে হাইকোর্টে ছুটতে হয়, আর হিন্দু সমাজকে স্বরস্বতী পুজো করতে হলেও হাইকোর্টের দ্বারস্থ হতে হয়।”