গত বছর লাগাতার শিরোনামে ছিল আর জি কর হাসপাতাল নেপথ্যে ছিল তিলোত্তমার খুন এবং ধর্ষণ কান্ড যার রেশ এখনো অব্যাহত এবার বছরের শুরুতেই আরো একবার সংবাদ শিরোনামে আরজিকর আরজিকর। হাসপাতালে এই মুহূর্তে বিকল ক্যান্সার নির্ণায়ক যন্ত্র যার জেরে ভোগান্তি রোগী এবং পরিজনদের।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: আরজিকরে এবার বিকল হয়ে গেল হাসপাতালের ক্যান্সার রোগ নির্ণয়ের মার্কার। যার জেরে গত কয়েকদিন ধরে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা কয়েকশো রোগীকে।
যে টেস্ট এই মুহুর্তে করা সম্ভব হচ্ছে না আরজিকর হাসপাতালে বেসরকারি জায়গায় এই সব টেস্ট করতে বিপুল অর্থ খরচ হয় এবং হাসপাতালে চিকিৎসা করাতে আশা রোগীদের অনেকেরই সামর্থ্য নেই বাইরে থেকে এই পরীক্ষা করানোর। এদিকে হাসপাতালের যন্ত্র বিকল হওয়ায় সময়ে রোগ চিহ্নিত হচ্ছে না। ফলে চিকিৎসা শুরু হতে দেরি হচ্ছে।
এই টেস্টের যন্ত্র যে খারাপ হতে পারে সেই কথা গত সেপ্টেম্বর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে আসছিলেন চিকিৎসকরা। কিন্তু অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।