২০২৩ এর বানিজ্য সম্মেলনের পর ২০২৪ সালে রাজ্যে কোনো বানিজ্য সম্মেলন হয় নি। মূলতঃ মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই এক বছর পর বুধবার রাজারহাটের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বসতে চলেছে দুই দিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। বুধবার দুপুর দুটোয় এই সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকার কথা রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এর। ভুটানের প্রধানমন্ত্রীরও এই মঞ্চে উপস্থিত থাকার কথা।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS)-এর অষ্টম পর্ব (8th edition) সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই আমন্ত্রণ পৌঁছে গিয়েছে রাজ্য তথা দেশের প্রথম সারির শিল্পপতিদের কাছে। তাঁদের বেশিরভাগই উপস্থিত থাকছেন বুধবারের উদ্বোধনী মঞ্চে। এবারের বানিজ্য সম্মেলনের অন্যতম সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ভুটানের প্রধানমন্ত্রী সো শেরিং তোবগের (Dasho Tshering Tobgay)। তবে শেষ মুহূর্তে তাঁর আসা নিয়ে সম্ভবতঃ কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভুটান সরকার ও সেদেশের বানিজ্য মহলের মোট ১৩ জন প্রতিনিধি নিয়ে তাঁর (ভুটানের প্রধানমন্ত্রী) আসার কথা। এছাড়াও ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও উদ্বোধনী মঞ্চে থাকবেন। সূত্রের খবর, রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি ছাড়াও উপস্থিত থাকবেন আইটিসি(ITC)-র সঞ্জীব পুরী, জিন্দাল গ্রুপের সজ্জন জিন্দাল, ললিত সুরি গ্রুপের জ্যোৎস্না সুরি, টাটা কেমিক্যালস এর আর মুকুন্দন, অম্বুজা নেওটিয়া গ্রুপের হর্ষবর্ধন নেওটিয়া, আরপিজি গ্রুপের হর্ষ গোয়েঙ্কা, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা, কেভেন্টার অ্যাগ্রো গ্রুপের ময়াঙ্ক জালান প্রভৃতি।
এবারের বানিজ্য সম্মেলনে মোট ৪০ টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এরমধ্যে ২২ টি দেশ এবারের বানিজ্য সম্মেলনের সহযোগী দেশ। প্রসঙ্গত ২০২৩ এর বানিজ্য সম্মেলনে ইউরোপ, ইউকে, সার্কভূক্ত দেশ, আশিয়ান গ্রুপের দেশ, মধ্য ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ৪০০ আন্তর্জাতিক প্রতিনিধি যোগ দিয়েছিলেন। দুই দিনের বানিজ্য সম্মেলনে এরাজ্যে বিনিয়োগের প্রস্তাব এসেছিলো প্রায় ৩.৭৬ লক্ষ কোটি টাকার। নবান্নের আশা এবারের বানিজ্য সম্মেলন থেকে বিনিয়োগের প্রস্তাবের অংক ৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে।