ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: গোটা রাজ্যে তাঁর বিরুদ্ধে মোট মামলা রয়েছে 389টি। যার মধ্যে সিবিআই নিয়েছে 76টি। বাকি রয়েছে 313টি। এর মধ্যে 289টি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন সুদীপ্ত সেন। বাকি রয়েছে 23টি মামলা। যে 23টি মামলায় এখনও পর্যন্ত আদালতে তোলা হয়নি সুদীপ্ত সেনকে। তাই তাঁর আইনজীবী ইন্দ্রনীল রায় চৌধুরীর আবেদন ছিল সুদীপ্ত সেনের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁকে জামিন দেওয়া হোক। কারণ দীর্ঘ 13 বছর ধরে মামলা চলছে। তাই এবার ওই 23টি মামলায় কেন এখনও সুদীপ্ত সেনকে আদালতে তোলা হয়নি তা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। চার সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যেকে। নির্দেশ উচ্চ আদালতের।
এদিন, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্থের বেঞ্চ রাজ্যকে চার সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট দায়ের করার নির্দেশ দিয়েছে। রিপোর্টে জানাতে হবে 2013 সাল থেকে হেফাজতে থাকা সারদা কাণ্ডে অভিযুক্ত সুদীপ্ত সেনের দায়ের হওয়া ওই 23টি মামলায় রাজ্য কি অবস্থান এবং কেন এখনও তাঁকে আদালতে তোলা হয়নি। কারণ আইন অনুযায়ী, এত বছর ধরে কোনও মামলায় অভিযুক্তকে আদালতে না তুলে জেলবন্দী রাখা যায় না। রাজ্যের পাতানো এই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। চার সপ্তাহ পর এই মামলার ফের শুনানি।