মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশ আর তৃণমূল পরিষদীয় দলের তৎপরতা। দুইয়ের মিশেলে অবশেষে বিধানসভায় মৌনী ভাঙলেন বেশকিছু তৃণমূল বিধায়ক। সোমবার রাজ্যপালের বাজেট ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে অধিবেশন কক্ষে বক্তব্য রাখলেন তাঁরা।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- বিধানসভা হলো বিধায়কদের জন্য। বিধায়করা তাঁদের এলাকার সমস্যা বা অন্যান্য বিষয় নিয়ে বিধানসভার আলোচনায় অংশ নেবেন বা বক্তব্য রাখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু রেকর্ড ঘেঁটে দেখা গিয়েছে অধিকাংশ তৃণমূল বিধায়ক বিগত তিন বছরে একবারও বিধানসভার অধিবেশনে কোনোরকম প্রশ্নও করেন নি বা কোনো রকম আলোচনাতে অংশ গ্রহণ পর্যন্ত করেন নি। সম্প্রতি পরিষদীয় দলের বৈঠকে এই বিষয় নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তৃণমূল পরিষদীয় দল বিষয়টি নিয়ে বিধায়কদের সতর্ক করে। যার রেশ দেখা গেলো সোমবার রাজ্যপালের ভাষনের উপর আলোচনার সময়। একসঙ্গে প্রায় নয় জন তৃণমূল বিধায়কের নাম রয়েছে বক্তার তালিকায় যারা এই প্রথম অধিবেশন কক্ষে বক্তব্য রাখলেন।
যে সব তৃণমূল বিধায়ক প্রথম বারের জন্য বিধানসভার কোনো আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখলেন তাঁদের মধ্যে রয়েছেন মেদিনীপুর এর বিধায়ক সুজয় হাজরা, নৈহাটির সনৎ দে, তালডাংড়ার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু, মধুপর্ণা ঠাকুর, করবী মান্না, অরিন্দম গুঁইন, মুকুটমনি অধিকারি (বিজেপি ছেড়ে তৃণমূলের টিকিটে জিতে আসার পর প্রথম বার), শেখ রবিউল ইসলাম ও সঙ্গীতা রায়।