ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: সন্দীপ ঘোষ সহ পাঁচ অভিযুক্তের আর্থিক দুর্নীতি মামলায় নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপ নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
আরজি করের বেয়াইনি আর্থিক সংক্রান্ত মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর কোন রকম হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। জানিয়ে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। আদালতের আরো নির্দেশ সিবিআইয়ের নথি-সংক্রান্ত বিষয়ে যদি অভিযুক্তদের পর্যবেক্ষণের প্রয়োজন হয় সে ক্ষেত্রে তারা ২৪ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে আবেদন জানাতে পারবে।
রাজদীপ মজুমদার সিবিআই আইয়ের আইনজীবী,হাইকোর্টের নির্দেশ মত সমস্ত অভিযুক্তকে রিলাইড আপন ডকুমেন্টসের সব নথি দেওয়া হয়েছে। আইনের ৯১ নং ধারা অনুযায়ী আনরিলাউড নথির তালিকাও দেওয়া হয়েছে।
সব্যসাচী ব্যানার্জি সুমন হাজারার আইনজীবী – আনরিলাইড নথির তাকিকাই শুধু হাতে পেয়েছি। কোন নথি হাতে পাইনি।বিচারপতি জয়মাল্য বাগচি সেক্ষেত্রে আপনাদের পর্যবেক্ষণের আবেদনের সু্যোগ রয়েছে।
রাজদীপ মজুমদার – আনরিলাইড নথির সব দেখানো সম্ভব নয়। শুধুমাত্র প্রতি অভিযুক্তদের ক্ষেত্রে সেগুলো আমরা দেখাতে পারি।
বিচারপতি জয়মাল্য বাগচি- বাকি নতজি দেখাতে আপনাদের অসুবিধা কোথায়?
রাজদীপ- তদন্ত চলছে।
আদালতের নির্দেশ – ২৪ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত অভিযুক্তকে আনরিলাইড নথির উপর পর্যবেক্ষণ চাইলে তার আবেদন আদালতে করতে হবে। নিম্ন আদালত বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে। এ ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কোন হস্তক্ষেপ থাকবেনা।