সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট মানুষের জন্য কতটা স্বস্তির হয় সেদিকে নজর ছিল গত কয়েকদিন ধরেই। এদিন দেখা গেল বাজেটে বিহারের জন্য ঢালাও ছাড় দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
এদিন কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য একাধিক ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানালেন ‘বিহারের জন্য মাখনা বোর্ড তৈরি করা হবে, এই উদ্যোগের লক্ষ্য, রাজ্যে মাখনার উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং মূল্য সংযোজন বৃদ্ধি করাব। এর পাশাপাশি তিনি আরও বলেন যে, ‘কেন্দ্রীয় বাজেটে বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি প্রতিষ্ঠা করা হবে’। তিনি বলেন, ‘আমরা বিহারে একটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি প্রতিষ্ঠা করব, যা পূর্ব ভারতে খাদ্য প্রক্রিয়াকরণকে বাড়িয়ে তুলবে। এতে তরুণদের কর্মসংস্থান হবে’। এছাড়াও, সম্প্রসারিত করা হবে IIT পাটনা। বিহারে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির জন্য টাকা ঢালবে কেন্দ্র, ঘোষণা অর্থমন্ত্রীর।
উল্লেখ্য চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন হবে। আর তার আগে বিহারবাসীর মন জয় করতে কার্যত বাজেটকেই হাতিয়ার করল কেন্দ্র? এমন প্রশ্ন কিন্তু উঠছেই।