মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ জল্পনাই সত্যি হল। অবশেষে বাংলাদেশে ধুমধাম করে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। এই দলের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল তরুণদের এই দল। শুক্রবার রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে এই দলটি।
জাতীয় নাগরিক পার্টি’র কমিটি আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হলেন আখতার হোসেন। দলের আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম। মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হলেন হাসনাত আব্দুল্লাহ।
মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হলেন সারজিস আলম। মুখ্য সমন্বয়ক হলেন নাসিরউদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ সমন্বয়ক হলেন আব্দুল হান্নান মাসুদ।
‘জাতীয় নাগরিক পার্টি’-র আত্মপ্রকাশের মঞ্চ থেকে আব্দুল হান্নান বলেন, আমরা কথা দিচ্ছি আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের। তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলবাজমুক্ত বাংলাদেশ কায়েম করবে। আগামীর বাংলাদেশে আর কোনো নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে কোনো প্রাণহানির ঘটনা তরুণরা ঘটতে দেবে না। আগামীর বাংলাদেশে সকল দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে বসবাস করবে।’
নাহিদ ইসলামকে ‘গণতন্ত্রের ইমাম’ আখ্যা দিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একযোগে কাজ করার আশা ব্যক্তি করে হান্নান বলেন, ‘আজকে যেমন আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলের নেতারা যোগ দিয়েছে, আগামীর বাংলাদেশে এই তরুণদের নেতৃত্বেই সব রাজনৈতিক দলকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়া হবে। এটাই এই দেশবাসীর প্রতি আমাদের প্রতিশ্রুতি।’
হান্নান বলেন, ২৪ বছর পাকিস্তানের শোষণে ছিলাম। আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের নিপীড়িত মা বোনেরা একটি স্বাধীন দেশ চেয়েছিলেন। আমাদের ৭১–এর বীর সেনা, আমাদের শহিদরা, আমাদের ৩০ লক্ষ শহিদ জওয়ান, আমাদের মা বোনেরা জীবন দিয়েছিল, একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য। কিন্তু কী দেখা গিয়েছিল? ’৭২ থেকে ’৭৫ এ এসেই এ দেশের মানুষের ওপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ মুজিব। সে সময়ের বিরোধী দলের নেতা সিরাজ সিকদারকে হত্যা করেছিল। সংসদে দাঁড়িয়ে বলেছিল–কোথায় আজ সিরাজ সিকদার। সেই দাম্ভিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি।’