মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ সদ্য বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। পার্টির আহ্বায়ক পদে রয়েছেন ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়েই নতুন বাংলাদেশ গড়ার বার্তা দেন তিনি।
বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামি লিগের রাজনীতির ফয়সলা করার কথাও বলেন নাহিদ। নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যে দমন–পীড়ন হয়েছে, তার দ্রুত বিচার চাই। ন্যায়বিচারের মধ্য দিয়ে যাঁরা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন, তাঁদের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব। এই বিচার যেন নিদর্শন হয়ে থাকে, আর যেন কোনো ফ্যাসিজম গড়ে না ওঠে।’
পাশাপাশি তাঁর মত, শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। বাংলাদেশের বুকে নতুন প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। নাহিদের দাবি,পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। একইসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমে নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
দলের মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজিস আলম বলেন, ‘যত দিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি, তত দিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে।’ খুনি হাসিনা লাশ কোথায় ফেলেছে, তা জানা যায়নি। মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন। খুনির বিচার না হওয়া পর্যন্ত কীভাবে এই বাংলাদেশে অন্যকিছু চিন্তা করব।’
মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার ছাত্র-জনতার রক্তের ওপর এসেছে। তাদের মনে রাখতে হবে বিচার নিশ্চিত করতে না পারলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিশেষভাবে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে।
হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন মহম্মদ ইউনুস। এই পরিস্থিতিতে একটা স্থায়ী সরকার প্রয়োজন। তাই বাংলাদেশজুড়ে ক্রমাগতই নির্বাচনের দাবিতে সরব হয়েছে একাধিক পার্টি। এরইমধ্যে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। ডান-বামের বাইরে থাকা এই দল এনসিপি কীভাবে এগোবে নির্বাচনের বিষয়ে, সেটাই এখন দেখার।