ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: যাদবপুর কাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজের বয়ান অনুযায়ী এফ আই আর দায়ের না করায় হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে রাজ্য। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সাফ বক্তব্য, এক পেশে তদন্ত করছে রাজ্য। রাজ্যের উচিত অভিভাবকের মত ব্যবহার করা। আহত ছাত্র বয়ান দেওয়ার পরও কেন রাজ্য এফআইআর দায়ের করল না? অথচ ঘটনায় একাধিক এফ আই আর দায়ের করা হয়েছে। এটা কাম্য নয়।
সেইসঙ্গে যাদবপুরের গোটা ঘটনায় মন্ত্রীর নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হয়েছে তা নিয়েও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি। সাদা পোশাকে মন্ত্রীর সঙ্গে পুলিশ থাকলো না তা নিয়ে রাজ্যের কাছে জবাব করেছেন বিচারপতি ঘোষ। তার বক্তব্য ভবিষ্যতে এই ধরনের ঘটনা আগুনের মত ছড়িয়ে পড়বে। মন্ত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে একটা বিধি থাকা জরুরি। যাদবপুরের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা নিয়েও অসন্তুষ্ট বিচারপতি ঘোষ।তিনি নির্দেশে জানিয়েছেন, আজকের মধ্যে আহত ছাত্রের বয়ান অনুযায়ী রাজ্যকে এফ আই আর রুজু করতে হবে। পাশাপাশি গোটা ঘটনায় একটি পূর্ণাঙ্গ রিপোর্ট ও তলব করেছেন বিচারপতি ঘোষ।যদিও এদিন রাজ্যের তরফে এডভোকেট জেনারেল কে বলতে শোনা যায়, যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছিল সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে অভিযোগকারীদের পরিচিতি জানতে চাওয়া হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে কোন উত্তর না মেলায় এফআইআর রুজু করা হয়নি।রাজ্যের এহেন যুক্তি অবশ্য উড়িয়ে দিয়েছেন বিচারপতি ঘোষ।