মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ সোমবার গভীর রাতে চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়ায় গণপ্রতিরোধের মুখে পড়ে নিহত হয় দুই সশস্ত্র বাংলাদেশ-জামাত-এ-ইসলামি ক্যাডার। সংঘর্ষের সময় দুষ্কৃতীরা প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ৫জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এলাকায় এক দল ডাকাত এলে গ্রামবাসীরা টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা করেন। ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে গণপিটুনি দেন তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানাচ্ছেন, ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এর আগে গ্রামবাসীর ধাওয়ায় পালানোর সময় তারা এলোপাথাড়ি গুলি ছোড়ে। গুলিতে আহত হয়েছেন চার গ্রামবাসী। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত একজনের কাছ থেকে একটি পিস্তল এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া একটি সিএনজি অটোরিকশা বাজেয়াপ্ত করা হয়েছে। ডাকাতরা অটোরিকশায় করে এসেছেন বলে মনে করা হচ্ছে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহত চার জনকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। গ্রামবাসীদের একাংশ জানাচ্ছেন, সিএনজিচালিত ট্যাক্সি ও মোটরসাইকেলে চেপে প্রায় ২০জন ক্যাডার গ্রামে ঢোকে। গ্রামবাসীরা টের পেয়ে স্থানীয় মসজিদে খবর দেন। মসজিদের মাইকে ডাকাত পড়ার খবর পেয়ে হাতে অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিরোধে নামেন গ্রামবাসীরাষ প্রায় ১ঘণ্টা ধরে চলে গোলাগুলি। গুলিবিদ্ধ ৫জন জামাত ক্যাডার। এদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাচ্ছেন তাঁরা।