বসন্ত বাতাসে পলাশের গন্ধ ভেসে আসছে না বরং চোখরাঙাচ্ছে তাপপ্রবাহ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দোলের দিন রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: আলিপুর আবহাওয়া দফতর যা জানাচ্ছে তাতে মনে হচ্ছে আসন্ন দোল যথেষ্টই উষ্ণ হবে। বাড়বে গরম। এর পাশাপাশিই থাকবে লু-এর সম্ভাবনা ফলত দোলের আনন্দে মাতোয়ারা হওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের দিকেও।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
পূর্বাভাস জানাচ্ছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্বস্তি চরমে উঠবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। উত্তর ও উত্তর পশ্চিমের গরম হাওয়ার প্রভাবে লু বইবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে। তার প্রভাব পড়বে বাংলার কয়েকটি জেলাতে। রবিবার চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।
পূর্বাভাস বলছে, দোলের দিন কলকাতার পারদ ৩৬ থেকে ৩৭ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে। প্রায় ৪০ ডিগ্রির মতো গরম অনুভূত হতে পারে! এই পরিস্থিতি চলতে পারে ১৪ মার্চ শুক্রবার থেকে ১৭ মার্চ সোমবার পর্যন্ত। দোলের দিন ফিল লাইক কিংবা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার তীব্র সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী তিনদিনে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।