সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- প্রায় দুই দশক ধরে চলতে থাকা স্কাইপ এবার অবসরের পথে। আগামী ৫ই মে যাত্রা শেষ হবে স্কাইপের। বন্ধ হয়ে যাবে পরিষেবা। স্কাইপ বন্ধ করে মাইক্রোসফট টিমসকে মূল যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে সামনে আনতে চায় সংস্থা। সেই জন্যই বন্ধ হচ্ছে স্কাইপ। মাইক্রোসফট তাঁদের অফিসিয়াল ব্লগে উল্লেখ করেছে, ব্যবহারকারীদের আরও আধুনিক ও যোগাযোগকে উন্নত করতে স্কাইপ বন্ধ করে টিমসকে পুরোপুরি অগ্রাধিকার দেওয়া হবে। আগামী ৩ মাসে ধাপে ধাপে স্কাইপ ব্যবহারকারীদের টিমসে স্থানান্তর করা হবে। তবে স্কাইপ বন্ধ হয়ে গেলেও ব্যবহারকারীরা স্কাইপের সমস্ত সুবিধা টিমসে পেয়ে যাবে। স্থানান্তরের প্রক্রিয়া সহজ করার জন্য স্কাইপের বর্তমান ব্যবহারকারীরা তাঁদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য দিয়ে টিমসে বিনামূল্যে লগইন করতে পারবে। এর ফলে আগের মতোই ব্যক্তিগত এবং গ্রুপ কল, বার্তা আদান-প্রদান, ফাইল শেয়ারিংসহ নানান রকমের কাজ যা স্কাইপে করত ব্যবহারকারীরা তা টিমসে করতে পারবে।
টিমসে লগইন করার পরই স্কাইপ ব্যবহারের সময়ের পুরনো সব চ্যাট ও কন্ট্যাক্ট স্বয়ংক্রিয়ভাবে টিমসে চলে আসবে। ফলে ব্যবহারকারীরা স্কাইপের মতোই নিরবচ্ছিন্নভাবে টিমসে যোগাযোগ চালিয়ে যেতে পারবে। স্কাইপ বন্ধ হওয়ার আগে ব্যবহারকারীদের জন্য ২টি বিকল্প রাখা হয়েছে। স্কাইপ ব্যবহারকারীরা তাঁদের বর্তমান অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে টিমসে লগইন করলে আগের চ্যাট ও কন্ট্যাক্ট স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এর ফলে ব্যবহারকারীরা ঠিক আগের মতোই তাঁদের যোগাযোগ চালিয়ে যেতে পারবেন। নতুবা, যাঁরা টিমসে যেতে চান না, তাঁরা চাইলে স্কাইপের তাঁদের পুরনো বার্তা, কন্ট্যাক্ট ও কলের হিস্ট্রিসহ সব তথ্য ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবে। আগামী ৫ই মে পর্যন্ত স্কাইপ ও টিমস একসঙ্গে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা চাইলে টিমস অ্যাপটি ডাউনলোড করে স্কাইপের অ্যাকাউন্ট দিয়ে লগইন করলেই আগের সব চ্যাট ও কন্ট্যাক্ট স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন। টিমসের একাধিক ফিচার স্কাইপের তুলনায় বেশি কার্যকর হবে।