বুধবারও অশান্তই থাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। চলল দিনভর প্রতিবাদ কর্মসূচি । পড়ুয়াদের পাশাপাশি প্রতিবাদ মিছিলে সামিল থাকলেন অধ্যাপক অধ্যাপিকারা।
নাজিয়া রহমান, সাংবাদিক বুধবারও অশান্তই থাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। চলল দিনভর প্রতিবাদ কর্মসূচি । বুধবার বিকেল ৪টে পর্যন্ত উপাচার্যকে সময়সীমা বেঁধে দিয়েছিল পড়ুয়ারা। তাঁদের দাবি,উপাচার্যকে ক্যাম্পাসে এসে ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে।আহত ছাত্রদের চিকিৎসার খরচও বহন করতে হবে বিশ্ববিদ্যালয়কেই। পাশাপাশি সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, তা উপাচার্যকে সরকারের সঙ্গে কথা বলে তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় পরিসরে ছাত্রছাত্রীদের উপর দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তের দাবিও তোলা হয়েছে। আন্দোলনকারী পড়ুয়াদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় বুধবার চারটের মধ্যে
যদি উপাচার্য ক্যাম্পাসে না আসেন, তা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন আন্দোলনকারীরা। গত শনিবার থেকে অসুস্থ উপাচার্য ভাস্কর গুপ্ত। আহত ছাত্রদের দেখতে গিয়ে হেনস্তার শিকার হন তিনি বলে অভিযোগ। বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পড়ুয়াদের ডেটলাইন পেরিয়ে গেলে তারা জিবি মিটিং এ বসে। সেখানে সমস্ত স্টেকহোলডাররা নিজেদের মতামত জানায়। পাশাপাশি এদিন ক্যাম্পাসে শান্তির পরিবেশ ও শিক্ষার পরিবেশ ফেরানোর দাবিতে ক্যাম্পাসে মিছিল করেন সব স্টেকহোলডাররা। ১মার্চের ঘটনার বিচারের দাবিও তোলেন তাঁরা এই মিছিলে। দাবি তোলেন বিচারবিভাগীয় তদন্তের। আন্দোলনের মধ্যে চলছে পেনডাউন কর্মসূচিও। মঙ্গলবার বেশ কয়েকটি বিভাগে পরীক্ষা থাকলেও উপস্থিত ছিলেন না অধিকাংশ পড়ুয়াই। পরীক্ষা পরে নেওয়ার দাবি জানিয়ে কর্তৃপক্ষের কাছে মেল করেছ আন্দোলনকারী পড়ুয়ারা।