পারমিতা ধর, নিজস্ব প্রতিনিধিঃ সব জল্পনার অবসান ঘটিয়ে আইপিএলের নতুন মরশুমে অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। এবার নাইট বাহিনীর ভরসা অজিঙ্ক রাহানে।সহ অধিনায়ক হিসেবে থাকছেন ভেঙ্কটেশ আইয়ার।গতবার আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স আইয়ার।এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাহানের নেতৃত্বেই নামবে নাইট বাহিনী। মহা নিলামের আগে শ্রেয়স আইয়ারকে রিটেন করেনি শাহরুখ খানের দল। তারপর থেকেই জল্পনা শুরু হয় কে হবেন নাইটদের অধিনায়ক।
জল্পনা শুরু হয়েছিল রাহানে, ভেঙ্কটেশদের নিয়ে।অনেকে সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদেরও নাম করেছিলেন।দল ভরসা রাখল অজিঙ্ক রাহানের উপরেই। ঘরোয়া ক্রিকেটে মুম্বই-এর অধিনায়কত্ব করেন রাহানে। এবার আইপিএলে দেখা যাবে তাঁকে। রাহানেকে দেড় কোটি টাকায় কিনেছে কলকাতা। অন্যদিকে ভেঙ্কটেশকে সবচেয়ে বেশি ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায়।তাই মনে করা হচ্ছিল ভেঙ্কটেশকেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। শেষ পর্যন্ত অভিজ্ঞতাতেই ভরসা রাখল কেকেআর।অধিনায়কের নাম ঘোষণার পাশাপাশি সোমবার নতুন জার্সিও প্রকাশ করেছে কেকেআর। তিনবার আইপিএল জিতে তিনটি তারা জায়গা করে নিয়েছে জার্সিতে।জার্সির হাতায় আছে সোনালী রঙের ব্যাজও।এখন দেখার অজিঙ্ক রাহানের নেতৃত্বে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স জিততে পারে কিনা এবারকার আইপিএল।