Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক। ৮ এপ্রিল বৈঠক। অধিবেশনে অনুপস্থিত বিধায়কদের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত।
  • ইউনুসকে ফোন শাহবাজ শরিফের। ইদের শুভেচ্ছা জানাতে ফোন। দু’দেশের বর্তমান সম্পর্ক নিয়ে কথা হয় দুই নেতার।
  • কেরল, গুজরাত,আন্দামান ও নিকোবর দ্বীপে উপকূলীয় খনির দরপত্র বাতিলের দাবি। প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর। পরিবেশের উপরে অভিঘাত মূল্যায়ন না করে ব্লকগুলি উন্মুক্ত করা উদ্বেগজনক। চিঠিতে উল্লেখ রাহুলের।
  • বুধবার সংসদে পেশ হতে চলেছে সংশোধিত ওয়াকফ বিল। ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর। শুক্রবার শেষ হচ্ছে সংসদের বাজেট অধিবেশন।
  • ভারতে সফরের ইচ্ছাপ্রকাশ সুনীতা উইলিয়ামসের। ইসরোর গবেষকদের সঙ্গেও সাক্ষাতে আগ্রহী সুনীতা।
  • উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে দিল্লিতে বিজেপি বিধায়করা। শঙ্কর ঘোষ-সহ দিল্লিতে বিজেপির ১০ বিধায়ক। বুধবার কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করবেন বিজেপি বিধায়করা।
  • দাম বাড়ছে অত্যাবশ্যকীয় ৭৪৮টি ওষুধের। তালিকায় রয়েছে প্যারসিটামল, কাশি, সুগারের মতো সাধারণ ওষুধ থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক-সহ বিভিন্ন ইঞ্জেকশন।
  • গুজরাতের বনাসকাণ্ঠায় বাজি কারখানায় বিস্ফোরণ। মৃত্যু অন্তত ১৭ জন শ্রমিকের। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে কারখানার একাংশ।
  • জাদুঘরে বোমাতঙ্ক। হুমকি মেল। ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশ ও বম্ব স্কোয়াড।
  • পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণের ঘটনায় আটক ১। আটক কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক। চন্দ্রকান্তের ভাই তুষার বণিকের বিরুদ্ধেও মামলা।
  • পাথরপ্রতিমার ঘটনায় রিপোর্ট তলব নবান্নের। আজই বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। জেলাশাসককে নির্দেশ মুখ্যসচিবের।
  • পাথরপ্রতিমার ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণ। ৪ শিশু-সহ এক পরিবারের ৮জনের মৃত্যু।
  • সল্টলেকে মণিপাল হাসপাতালের একটি ভবনে আগুন। বেসমেন্টে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
  • মোথাবাড়ি যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি। একজন বিধায়ক এবং নিরাপত্তারক্ষী নিয়ে যাওয়ার আবেদন।
  • ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনা। ২টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২, জখম ৪।
  • অভিষিক্তার কাছে প্রিন্স আনোয়ার শা রোডে দুর্ঘটনা। ৩টি গাড়ির সংঘর্ষ। আহত ২ জন।
  • New Date  
  • New Time  
স্কুল শিক্ষিকার পোষাক ফতোয়া বিতর্কে কড়া নির্দেশ হাই কোর্টের।

28
March 2025

স্কুল শিক্ষিকার পোষাক ফতোয়া বিতর্কে কড়া নির্দেশ হাই কোর্টের।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: ২০১০ সালের ঘটনা। আর পাঁচটা দিনের মতোই বাড়ি থেকে বেরিয়ে স্কুলে আসেন শিক্ষিকা মধুরিমা দাস। দক্ষিন ২৪ পরগনার মহেশপুর প্রফুল্ল বালিকা বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা তিনি। শিক্ষিকার সালোয়ার কামিজ পড়া নিয়ে বিতর্ক শুরু হয়।

স্কুলের প্রধান শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে বিবাদ শুরু হয়। ইংরেজি শিক্ষিকার আবেদন ছিল, যেহেতু তাঁকে বাঁশদ্রোনি থেকে বাসন্তী প্রতিদিন বাসে, ট্রেনে যাতায়াত করতে হয়, তাই প্রতিদিন স্কুলে শাড়ি পরে আসা সম্ভব নয়। এই সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সুরাহা হয়নি।

২০১০সালের ডিসেম্বর মাসে ছাত্রীদের সামনে তাঁদের অভিভাবকদের একাংশের উপস্থিতি ও বেশ কিছু শিক্ষিকা তাঁকে চুড়ান্ত হেনস্থা করেন। শিক্ষিকাকে মারধর ও মাথার চুল কেটে নেওয়া হয় বলেও অভিযোগ। তিনি অসুস্থ্য হয়ে পরায় তাঁকে বাসন্তী থানার পুলিস উদ্ধার করেন।

তার পর থেকেই ওই শিক্ষিকা মানসিক অবসাদে ভুগতে থাকেন। স্কুলে তাঁকে আর ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। স্কুল কর্তৃপক্ষ তার বেতন বন্ধ করে দেয়। এবং শিক্ষিকার খোঁজও নেয়নি স্কুল। প্রায় ৭ বছর মানসিক চিকিতসাধীন থাকার পর ফিট সার্টিফিকেট পান। পুর বিষয়টি শিক্ষা দফতরকে জানিয়েও কোন সুরাহা হয়নি। অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

পাঁচ বছর কলকাতা হাইকোর্টের বিভিন্ন এজ্লাস ঘুরে মামলা আসে বিচারপতি রায় চট্টোপাধ্যায়রে এজলাসে। শুক্রবার মামলা চলাকালীন শিক্ষিকার পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী জানান, কোন শিক্ষিকা কি ধরনের পোশাক পড়বেন তা স্কুলের ম্যানেজিং কমিটি ফতোয়া জারি করতে পারেনা। সালোয়ার কামিজ কোনরকম অশ্লীনতা নেই। সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশে বলা আছে পোশাকের মধ্যে শালীনতা থাকলে সেই পোশাক পড়তে পারবেন। ওই শিক্ষিকাকে স্কুল চত্তরের মধ্যেই হেনস্থা করলেও স্কুল কর্তৃপক্ষ কারোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। বরং হেনস্থা করতে উৎসাহিত করা হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘদিন মানসিক অসুস্থতা থাকার পর কুল তার খোঁজ নেয়নি। তার বিরুদ্ধে কোন ডিসিপ্লিনারি পদক্ষেপণ নেয়নি। তিনি সুস্থ হয়ে যাওয়ার পরেও স্কুলে ওই শিক্ষিকাকে আর ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

বিচারপতি বিস্ময় প্রকাশ করে বলেন এই মামলা দ্রুত নিষ্পত্তি হবার প্রয়োজন। দক্ষিণ ২৪ পরগনার স্কুল পরিদর্শক কে নির্দেশ দেন সমস্ত দিক খতিয়ে দেখার পর পুনরায় ওই শিক্ষিকাকে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​