যত সময় গড়াচ্ছে বাতাস দূষিত হচ্ছে। ফ্রেশ এয়ার বা শুদ্ধ বাতাস এখন বিলুপ্তপ্রায়। এবার সামনে এল এমন এক পরিসংখ্যান যা রীতিমতো ভয় ধরানো। পৃথিবী জুড়ে বিষাক্ত বাতাসের শহর। বিষাক্ত ২০টি শহরের মধ্যে ১৩টিই কলকাতার।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: প্রকাশ্যে এসেছে সুইস এয়ার কোয়ালিটি টেকনোলোজি সংস্থা ‘এয়ার কোয়ালিটি রিপোর্ট ২০২৪’ আর তাতে যে তথ্য প্রকাশ্যে এসেছে, রীতিমতো চমকে ওঠার মতো। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ২০টি দূষিত শহরের মধ্যে, ১৩টিই ভারতের।
প্রকাশিত রিপোর্ট বলছে বিষাক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে আসাম-মেঘালয় সীমানার বিরনিহাট যেখানে বাতাসের গুণমান সূচক ১২৮.২। প্রথম ২০-তে থাকা ভারতের বাকি ১০টি শহর হল যথাক্রমে দিল্লি, মুল্লানপুর, ফরিদাবাদ, লোনি, নয়াদিল্লি, গুরুগ্রাম, গঙ্গানগর, গ্রেটার নয়ডা, ভিওয়াদি এবং মুজফফরনগর।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কলকাতার কি অবস্থা? কারণ কলকাতাও ক্রমাগত দূষিত হচ্ছে রোজ। এই বিষাক্ত শহরের তালিকায় কলকাতার স্থান ১৮৩ নম্বরে! সেখানে বার্ষিক গড় একিউআই ৪৫.৬। উল্লেখ্য, ২০২৩ সালে এই তালিকায় ভারতের স্থান ছিল তিন নম্বরে। তারপর একবছরে ভারতের দূষণের মাত্রা প্রায় ৭ শতাংশ কমেছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে ভারতে পিএম ২.৫ কনসেন্ট্রেশনের পরিমাণ ছিল প্রতি কিউবিক মিতারে ৫৪.৪ মাইক্রোগ্রাম। গত বছর সেটা কমে দাঁড়িয়েছে ৫০.৬ মাইক্রোগ্রামে। বায়ূদূষণের কারণে মানুষের অসুস্থতাও আগের তুলনায় বেড়েছে অনেকটাই। দেশবাসীর আয়ু গড়ে ৫.২ বছর কমছে। এহেন পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়িয়েছে IQAir রিপোর্ট।