মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ ২০২৪ সালের ৫ অগাস্ট আন্দোলনের মুখে দেশ ছেড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেন তিনি। তখন থেকে ভারতের সেফ প্যাসেজেই রয়েছেন তিনি। অন্যদিকে ক্ষমতায় আসে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। চলতি বছরেই নির্বাচন হতে চলেছে বাংলাদেশে। এবছরেই কি বাংলাদেশে ফিরবে আওয়ামী লিগ ?
২০২৫-এ মহম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক অভিযোগ উঠে আসছে বাংলাদেশে। সংখ্যালঘুদের উপর অত্যাচার সহ একাধিক অভিযোগ ওঠা সত্বেও মুখে কুলুপ এঁটেছে ইউনুস সরকার। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামিপন্থীরা বিগত কয়েক মাস ধরে দাবি করে এসেছেন, ২৬ মার্চ নাকি বাংলাদেশের স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরতে চলেছে আওয়ামি লিগ। জুলাই-অগাস্টে গণঅভ্যুত্থানের পর ছাত্রলিগ নিষিদ্ধ হলেও আওয়ামি লিগ নিষিদ্ধ হয়নি। হাসিনার দল নিয়েও অনেক জল্পনা ছিল। তবে কি আওয়ামী লিগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে? এই প্রশ্ন উঠছেই। এরইমধ্যে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস নিজেই বলেন, দোষীদের বিচার হলেও আওয়ামী লিগকে নিষিদ্ধ করবে না তাঁর সরকার। তাতেই বেঁকে বসেছে বাংলাদেশের নতুন দল ‘এনসিপি’। হাসনাত, সারজিস, নাহিদদের দাবি, আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তবে বিএনপি এককালে আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবি তুললেও এখন ‘সুর বদলাচ্ছে’। এই আবহে এবার এনসিপি নেতা হাসনাত সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেন, সেনাবাহিনী নাকি দেশে আওয়ামি লিগকে ফেরাতে ষড়যন্ত্র করছে। গোটা পরিকল্পনা ভারতের। একটি ফেসবুক পোস্টে তাঁদের দাবি, তাঁদের নাকি ঢাকা ক্যান্টনমেন্টে ডেকে ধমক দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ‘রিফাইন্ড-আওয়ামি লিগ’কে মেনে নিতে হবে। তবে হাসনাতরা নাকি সেই ‘চাপের’ সামনে মাথা নত করেননি। বরং সেই বৈঠক মাঝপথে ছেড়েই চলে আসেন। ১১ মার্চের সেই বৈঠকের কথা ২০ মার্চ ফেসবুকে পোস্ট করেন। তাতেই এক সেনাকর্তা ধমকেছেন বলে অভিযোগ করেন হাসনাত। তিনি আরও বলেন, সেনাকর্তা তাঁদের বলেছেন, ‘তোমরা কিছুই জান না। তোমাদের অভিজ্ঞতা নেই। আমরা ৪০ বছর ধরে সার্ভিসে আছি। তোমার বয়সের থেকে বেশি। আওয়ামি লিগ ছাড়া সার্বিক নির্বাচন সম্ভব নয়।’ নিজের পোস্টের কমেন্টে হাসনাত লিখেছেন, ‘আমি মরলে মানুষ জানুক কেন মরতে হয়েছে।’ বাংলাদেশের স্বাধীনতা দিবসের মাত্র কয়েকদিন আগেই হাসনাতের এই বিস্ফোরক ফেসবুক পোস্ট উঠে এল। এমনসময় যখন শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করছে মহম্মদ ইউনুসের সরকার। এই পরিস্থিতিতে ইউনুসের চেষ্টায় জল ঢেলে কি বাংলাদেশে ফিরবে আওয়ামী লিগ