বিগত কয়েক দিন ধরেই জাল ওষুধ নিয়ে ততপর ড্রাগ কন্ট্রোল কমিটি। এবার জানা গেল দেদার জাল হয়েছে ব্লাড প্রেসারের এই বহুল ব্যবহৃত ওষুধ। ফলে বাড়ছে চিন্তা
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: ব্লাড প্রেসারের ওষুধও জাল। সাধারণ মানুষ যাবেন কোথায়! এবার বহুল ব্যবহৃত পরিচিত ব্র্যান্ডের ওষুধও জাল হয়েছে বলে জানা গেছে। এক নামী ওষুধের কোম্পানির বহুল ব্যবহৃত ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করার এক ওষুধ জাল করা হয়েছে , আর সেটা মিলেছে কলকাতার কাছাকাছি একটি ওষুধের গুদামেই তারপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে জারি করা হয়েছে সতর্কবার্তা।
হাওড়ার আমতার মান্না এজেন্সি থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল ওষুধ। রাজ্য ড্রাগ কন্ট্রোল জানিয়েছে, এগুলোর মধ্যে আছে ব্লাড প্রেশারের ওষুধ, টেলমা AAM 40 যা নাকি পুরোপুরি জাল ! জাল ওই ওষুধের ব্যাচ নম্বর 05240367। ব্যাচ নম্বরের সঙ্গে আসল ওষুধের ব্যাচ নম্বর মিলে গেলেও QR কোড স্ক্যান করলেই গরমিল ধরা পড়ছে।
কিছু দিন আগেই যে খবর প্রকাশ্যে এসেছিল তাতে জানা গিয়েছিল নিত্যপ্রয়োজনীয় প্রায় ২০০টি ওষুধের মান নিম্ন। তার মধ্যে প্যারাসিটামল থেকে শুরু করে এন্টিবায়োটিক সব কিছুই ছিল। প্রশ্ন উঠছে এরকম গুরুত্বপূর্ণ ওষুধের যদি মান খারাপ হয়, যদি তা জাল করা হয় তাহলে মানুষ আর ওষুধ কিনতেই পারবেন না! সুস্থ হওয়ার বদলে যদি আরও অসুস্থ হয়ে যেতে হয় তাহলে কি ওষুধ খাওয়াই ছেড়ে দিতে হবে?