আট দিনের জন্য বিদেশ (লন্ডন) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময়কালে রাজ্যের দৈনন্দিন কাজকর্ম দেখা ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহনের জন্য আমলা ও মন্ত্রীদের আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- আগামি ২২ (মার্চ) তারিখ আট দিনের সফরে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল ন’টার বিমানে তাঁর বিদেশে পাড়ি দেওয়ার কথা। ২৯ তারিখ সকালে দেশে ফিরবেন মুখ্যমন্ত্রী। তাঁর (মুখ্যমন্ত্রীর) অবর্তমানে রাজ্যের প্রশাসনিক সব কাজ দেখার জন্য আমলা ও মন্ত্রীদের আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন, “আমার সঙ্গে মুখ্যসচিব ও যাবেন। তাই সরকারের কাজ দেখাশোনা করার জন্য আধিকারিকদের কয়েকজন কে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এই কমিটিতে আইএএস অফিসারদের মধ্যে থাকবেন বিবেক কুমার, নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র আর আইপিএস অফিসারদের মধ্যে থাকছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা।” এই কমিটির পাশাপাশি একটি মন্ত্রী গোষ্ঠিও গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, যে গোষ্ঠিতে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা ও সুজিত বোস।
নির্দিষ্ট কোনো আইন বা নীতি না থাকলেও, প্রথাগতভাবে মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে গেলে বা বিদেশে গেলে কাউকে দায়িত্ব দিয়ে যেতে দেখা গিয়েছে অতীতে। আমাদের রাজ্যের ক্ষেত্রে বর্তমান সরকারের আমলে (২০১১ সাল থেকে) কোনো একজনকে এমন দায়িত্ব দিয়ে যাওয়ার নজির নেই। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকজন মন্ত্রীর মধ্যে এই কাজ ভাগ করে দিয়ে তারপর বাইরে গিয়েছেন, এমনটা দেখা গিয়েছে। এবারও তেমনভাবেই পাঁচ মন্ত্রীকে নিয়ে একটি মন্ত্রী গোষ্ঠি গঠন করে দিলেন তিনি। তবে নবান্নের এক আধিকারিক জানলেন সম্ভবত এবারই প্রথম মুখ্যমন্ত্রীর বিদেশে থাকাকালীন সময়ের জন্য আমলাদের নিয়ে আলাদা করে এই ধরনের টাস্ক ফোর্স গঠন করা হলো।
এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের স্বার্থেই আমাকে বাইরে যেতে হচ্ছে। এই সময় যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য এই কমিটি গঠন করে দিয়ে গেলাম।” নিজের ফোন সবসময় খোলা থাকবে জানিয়ে তিনি বলেন, “ওখান থেকে আমি নিয়মিত সবকিছুর খোঁজ খবর নেব। আর যদি তেমন কোন দরকার হয় তাহলে টাস্ক ফোর্সের সদস্যরা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন।”