ফের উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল। তৃতীয় ও চতুর্থ সেমেস্টারে বদল। শিক্ষার্থীদের উপযোগী বিষয় যুক্তকরা হল। কোন বিষয়ে বদল, কি যুক্ত হল জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে হবে।
নাজিয়া রহমান, সাংবাদিক: ২০২৫ সালে শেষবারের মতো পুরনে পাঠ্যক্রম ও পদ্ধতি মেনে উচ্চমাধ্যমিকে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে পুরনো পদ্ধতির পরিবর্তন ঘটেছে। এবার থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত পরীক্ষা হবে সেমেস্টার পদ্ধতিতে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির প্রতিটিতে দু’টি অর্থাৎ মোট চারটি সেমেস্টার দিতে হবে পরীক্ষার্থীদের।পরীক্ষার পাশাপাশি পরিবর্তন ঘটেছে সিলেবাসেও। এবার থেকে পড়ানো হবে একাধিক যুগোপযোগী বিষয়ও।
ইতিমধ্যে একাধিক বিষয়ের পাঠ্যক্রমেও নানা পরিবর্তন এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইংরেজির ক্ষেত্রেও সিলেবাসের বদল ঘটেছে। এবার আরও একবার বদল আসছে ইংরেজি ভাষার সিলেবাসে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইংরেজি সিলেবাসে আবারও যে পরিবর্তনগুলি হয়েছে সেগুলি ঘোষণা করেছে। এর আগে তৃতীয় সেমেস্টারের পাঠ্যক্রমে ভার্জিনিয়া উলফের ‘আ রুম ফর ওয়ানস ওউন’ শীর্ষক যে গদ্যটি ছিল, তা বাদ দেওয়া হল। এর পরিবর্তে থাকবে অ্যান্টন চেকভ-এর ‘দ্য বেট’ গল্পটি। নাটকের ক্ষেত্রে থেকে বাদ দেওয়া হল মহেশ দত্তানির ‘তারা’ নাটকটি। তার বদলে থাকবে জেএম সানজ-এর ‘রাইডারস টু দ্য সি’। উচ্চ মাধ্যমিকের তৃতীয় ও চতুর্থ দু’টি সেমেস্টারেই পড়তে হবে নাটকটি। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারে থাকবে এমসিকিউধর্মী প্রশ্ন এবং চতুর্থ সিমেস্টারে থাকবে বর্ণনামূলক প্রশ্ন হিসেবে থাকবপ। সে ক্ষেত্রে তৃতীয় সিমেস্টারে সংশ্লিষ্ট গদ্য থেকে মোট তিন নম্বর এবং নাটক থেকে মোট পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।
নতুন সিলেবাসে সেমেস্টার পদ্ধতির পাঠ্যক্রম নিয়ে পড়ুয়া থেকে শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অসন্তোষের জেরে ইংরেজি, বাংলা-সহ মোট ১৯টি বিষয়ের সিলেবাসে কিছুটা বদল আনা হয়েছিল। এরপরেও ইংরেজি-র ক্ষেত্রে বেশ কিছু চ্যাপ্টার বাদ দিয়ে তার জায়গায় পড়ুয়াদের উপযুক্ত নাটক বা গদ্য দেওয়া আবেদন জানান শিক্ষকমহলের একাংশ। সেই দাবি মেনেই ফের ইংরেজি সিলেবাসের কিছুটা পরিবর্তন করল সংসদ। এছাড়াও এবার থেকে উচ্চমাধ্যমিকের সিলেবাসে সময়োপযোগী কিছু বিষয় যুক্ত করা হয়েছে। যেমন-আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ফিশারিজ় অ্যান্ড অ্যাকোয়াকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স, বিজ়নেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস-এর মতো বিষয়গুলি পড়ার সুযোগ পাবে পড়ুয়ারা।