Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • রামনবমীর দিন শোভাযাত্রা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ। বাঁকুড়ার শালতোড়ায় শোভাযাত্রা করতে চায় তারা। মিলছে না পুলিশি অনুমতি। অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
  • গ্রেফতারি পরোয়ানার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অর্জুন সিং। বৃহস্পতিবার মামলার শুনানি। কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের।
  • সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ হলে দেশ জুড়ে প্রতিবাদের হুঁশিয়ারি। হুঁশিয়ারি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের।
  • ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সরকার মিথ্যাচার করছে। মন্তব্য কংগ্রেস সাংসদ গৌরব গগৈ-এর।
  • ভোটব্যাঙ্কের রাজনীতি বন্ধ করুন। উদাহরণ হিসাবে মহম্মদ সামি, সানিয়া মির্জার কথা উল্লেখ বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদের।
  • ধর্মীয় মেরুকরণের লক্ষ্যেই ওয়াকফ সংশোধনী বিল। নিজেদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত করতে বিজেপির এই বিল। এই বিল বিজেপির জন্য ওয়াটারলুতে রূপান্তরিত হবে। সংসদে বলেন অখিলেশ যাদব।
  • ওয়াকফ বিল অসাংবিধানিক। এই বিলকে সমর্থন করছে না তৃণমূল। এই বিলে মুসলমানদের অধিকার খর্ব হচ্ছে। সংসদে বলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
  • শারীরিক অবস্থার অবনতি লালু প্রসাদ যাদবের। সুগার লেভেল বেড়ে গিয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। ভর্তি করা হতে পারে দিল্লি AIIMS-এ।
  • ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে বাড়ছে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে ২,৭১৯। জখম ৪,৫২১ জন। এখনও খোঁজ অন্তত ৪০০ জন।
  • ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
  • ৮ জেলায় জেলা সভাপতিদের নাম ঘোষণা করল বিজেপি। ১৪ মার্চ ২৫টি জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছিল বিজেপি।
  • মদন তামাং খুন মামলায় বিমল গুরুংকে অন্তর্ভুক্ত করার নির্দেশ হাইকোর্টের। নির্দেশ বিচারপতি শুভেন্দু সামন্তের।
  • বেলঘরিয়ায় খুন তৃণমূল কর্মী। দলীয় কার্যালয়ের সামনে গুলি রেহান খানকে। তদন্তে পুলিশ।
  • ঢোলাহাট বাজি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার চন্দ্রকান্ত বণিক। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বুধবারই পেশ করা হবে কাকদ্বীপ আদালতে।
  • তৃতীয়বার নোটিস কুণাল কামরাকে। ৫ এপ্রিল হাজিরার নির্দেশ। আগে দু’বার হাজিরা এড়িয়েছেন কমেডিয়ান।
  • তিব্বতে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৩। ক্ষয়ক্ষতির খবর নেই।
  • মুকুন্দপুরে ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। মৃতদের নাম দুলাল পাল ও রেখা পাল। উদ্ধার হয়নি সুইসাইড নোট। তদন্তে পূর্ব যাদবপুর থানা।
  • হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
  • মহারাষ্ট্রে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ,মৃত ৫। আহত ২৪। বুধবার ভোরে মহারাষ্ট্রের বুলঢানা জেলায় দুর্ঘটনা ঘটে।
  • মাদুরাইয়ে সিপিএমের ২৪তম পার্টি কংগ্রেসের সূচনা মঙ্গলবার থেকে। চলবে রবিবার পর্যন্ত। বাংলার প্রতিনিধিরাও পৌঁছে গিয়েছেন মাদুরাইতে। একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা।
  • New Date 2025-4-4
  • New Time 06:59:27 PM
বিচারপতির বাড়িতে টাকার পাহাড়!

25
March 2025

বিচারপতির বাড়িতে টাকার পাহাড়!

মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে পোড়া টাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে এত পরিমাণ নোট কে, কে এবং কী উদ্দেশে সেখানে জমা করা হল? বিচারব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে এই ঘটনার পর।
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে আধপোড়া অবস্থায় বিপুল টাকা উদ্ধারের অভিযোগ উঠতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। হোলির ছুটি চলাকালীন বিচারপতি ভার্মার বাড়ি থেকে প্রচুর নগদ টাকা উদ্ধার হয় বলে অভিযোগ। বিচারপতির সরকারি বাংলোয় আগুন লাগে বলে দমকলে খবর দেওয়া হয়। সেখানে আগুন নেভাতে গিয়ে আধপোড়া ১৫কোটি টাকার হদিশ মিলেছে বলে দাবি করা হয়েছে। দমকলকর্মীরা প্রচুর আধপোড়া নোট দেখতে পান বলেও দাবি করা হয়। যদিও ওই সময়ে বিচারপতি যশবন্ত বর্মা শহরে ছিলেন না। তবে কি বিচারপতি যশবন্ত বর্মার অনুপস্থিতিতেই সেখানে ওই টাকা রাখা হয়েছে, নাকি অন্যকিছু ? জল্পনা চলছেই।
এরইমধ্যে নোটকাণ্ডের আবহে ২৩ মার্চ দুপুরে সাফাইকর্মীরা দাবি করেন, তাঁরা বিচারপতি বর্মার বাসভবনের কাছে আবর্জনা পরিষ্কার করার সময়ে ময়লার স্তূপের মধ্যে কিছু আধপোড়া নোটের টুকরো খুঁজে পেয়েছেন।
বিচারপতির আউটহাউজে নোটকাণ্ডের জেরে বিতর্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে বিচারব্যবস্থা নিয়েও। এই মামলার অনুসন্ধানের জন্য ইতিমধ্যে একটি কমিটিও গঠন করেছে সুপ্রিমকোর্ট। কমিটিতে তিনটি হাইকোর্টের তিনজন বিচারপতি রয়েছেন। বিচারপতি ভার্মার বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গড়ে দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এর মধ্যে রয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচলপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরমন। এই তদন্ত কমিটি বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য বলে মনে করলে তদন্ত কমিটি তদন্তের রিপোর্ট সংসদে পাঠাবে, যেখানে বিচারককে অপসারণের প্রস্তাব আনা হতে পারে বা ইম্পিচমেন্ট করা হতে পারে।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে, বিচারপতি ভার্মার বাড়ির ভিতরের ছবি এবং ভিডিও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এরইসঙ্গে এবিষয়ে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায়ের রিপোর্টও জনসমক্ষে আনা হয়েছে। মামলার সঙ্গে সম্পর্ক রয়েছে এমন নথিপত্রও আপলোড করা হয়েছে ওয়েবসাইটে। জনসাধারণের যাতে আদালতের প্রতি বিশ্বাসযোগ্যতা বজায় থাকে, সেজন্য প্রধান বিচারপতি এই মামলার সাথে সম্পর্কিত সমস্ত রেকর্ড জনসমক্ষে প্রকাশ করার সিদ্ধান্ত নেন। সুপ্রিমকোর্টের ইতিহাসে এই প্রথম মামলার সঙ্গে সম্পর্কিত সমস্ত রেকর্ড জনসমক্ষে প্রকাশ করা হল।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় বিচারপতি বাড়িতে ছিলেন না। পরিবারের তরফে দমকল এবং পুলিশকে খবর দেওয়া হয়। আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীরা একটি ঘরে প্রচুর পরিমাণে নগদ অর্থ খুঁজে পান বলে জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আপাতত বিচারপতি যশবন্ত ভার্মা কোন বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিচারপতি ভার্মা জানিয়েছেন, তিনি বা তাঁর পরিবারের কোনও সদস্য কখনও বাড়ির স্টোর রুমে কোনও নগদ অর্থ রাখেননি। গোটা ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বিচাপতি ভার্মা। তিনি জানিয়েছেন, আমি বা আমার পরিবারের কেউ ওই ঘরে টাকা রাখেননি। যে স্টোররুমে ওই টাকা পাওয়া গিয়েছে, তা বাংলোর কর্মী, মালি এবং পিডব্লিউডি স্টাফদেরও ঢোকার অধিকার ছিল। আমার ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিচারপতি ভার্মা। যেখানে টাকা পোড়ানো হয়েছে, তা বিচারপতির বাড়ির সঙ্গে মিলছে কিনা তা জানতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেবে সুপ্রিমকোর্টের তৈরি করা কমিটি?
বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় আর কী কী তথ্য় উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। জট কতদিনে কাটাতে পারে সুপ্রিমকোর্টের গড়ে দেওয়া বিচারপতিদের কমিটি। সেই প্রশ্নের উত্তর দেবে সময়।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election