আবারও শহরে অগ্নিকাণ্ড। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের অদূরে পরিত্যক্ত বাড়ীতে এই অগ্নিকাণ্ড ঘটে। হতাহতের কোনও খবর নেই।
নাজিয়া রহমান, সাংবাদিক: সাতসকালে শহরে ফের অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরে হঠাৎই হাজরার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের অদূরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি পরিত্যক্ত বাড়ী থেকে ধোঁয়া বেরতে দেখেন এলাকার বাসিন্দারা। জনবহুল এলাকায় আগুন লাগার এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। তাড়াতাড়ি খবর যায় দমকলের কাছে। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। সঙ্গে আসে ভবানীপুর থানার পুলিশ।দমকলের প্রচেষ্টায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসে। কিন্তু পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের। কারণ বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শেষমেশ ওই বাড়ির জানলা ভেঙে ভিতরে ঢোকেন দমকলকর্মীরা। স্থানীয় সূত্রে খবর, বাড়িটি বহুদিন ধরেই তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। কেউ থাকেন না। এ দিন সকালে হঠাৎই সেই বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। ভিতর থেকে কুণ্ডলী পাকিয়ে বেরিয়ে আসতে থাকে ধোঁয়া। যা দেখে আতঙ্ক ছড়ায় এলাকার মধ্যে। বাড়ীটির গা লাগোয়া চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল। পাশাপাশি বেশ কয়েকটি বাড়ী ও দোকানপাট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন স্থানীয়রা। তবে দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসে। কোনও হতাহতের খবর নেই। তবে কী কারণে বা কী ভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। পরিত্যক্ত বাড়িতে আগুন কী ভাবে লাগল, তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ । আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে তা খতিয়ে দেখছে পুলিশ।