ভেবেছিলেন অনেক দিন তো হলো, এবার একা থেকে দোকা হতে হবে। শুরু করলেন পাত্রের খোঁজ। কিন্তু বিধিবাম। যাকে পাত্র হিসাবে পছন্দ হলো, সে কিনা নিজেকে ‘ছোটো ভাই’ বলে পরিচয় দিলো। হায় রে ! তবে রণে ভঙ্গ দিতে নারাজ রাজ্যের ওই গুরুত্বপূর্ণ মন্ত্রী।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- রাজ্য মন্ত্রীসভায় এখনও অবিবাহিত দু’একজন মন্ত্রী রয়েছেন। শাসকদলের বিধায়কদের মধ্যেও বেশ কয়েকজন রয়েছেন যাঁরা এখনও বিয়ে করেন নি। তাঁদেরই কয়েকজনকে প্রতিনিয়ত বিয়ের জন্য উৎসাহ দেন মুখ্যমন্ত্রী। এদিন সেই প্রসঙ্গেই রাজ্য মন্ত্রীসভার এক মন্ত্রী উপরের এই অভিজ্ঞতার কথা জানালেন।
কথা প্রসঙ্গে সেই মন্ত্রী বললেন, ভেবেছিলাম এবার বিয়েটা সেরে ফেলবো। খোঁজ খবর নেওয়াও শুরু করেছিলাম। এমনিতে আমার তেমন কোনো ‘বিশেষ বন্ধু’ নেই। তাই সোশ্যাল মিডিয়ায় আমার যেসব বন্ধু রয়েছেন তাঁদের মধ্য থেকেই খুঁজতে শুরু করি। এমনই এক বন্ধু যে প্রতিদিন আমাকে সকাল সন্ধ্যায় গুড মর্নিং বা গুড নাইট ম্যাসেজ করেন। তো আমি তাঁর সম্মন্ধে খোঁজ নিয়ে দেখি সে আমার পারিবারিক পরিচিত কেউ নন। তাঁর ফেসবুক পেজ থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকেও তাঁর সম্পর্কে খোঁজ খবর নিই। একদিন তাঁকে আমি বলি যে আমি আপনাকে কি বলে ডাকবো ? উত্তরে তিনি বলেন, ‘আমাকে ছোটো ভাই বলে ডাকতে পারেন।’ ব্যাস, হয়ে গেলো বিয়ে করা।
হাসতে হাসতে মন্ত্রী বলছিলেন, “কি আর করি। এখন তো আর নতুন করে কিছু করাও যাবে না। দফতরের এতো কাজ, তার উপর সামনেই (২০২৬) ভোট আসছে। ফলে সময় বের করতেও পারবো না। দেখা যাক কি হয়।”