এই মুহুর্তে সবচেয়ে বড় প্রশ্ন, আদৌ পৃথিবীতে ফিরতে পারবেন সুনীতারা? ফের ত্রুটি ধরা পড়ল গগনযানে যার ফলে আবারও পিছচ্ছে তাদের ফেরার দিন।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: সুদিনের অপেক্ষায় ছিলেন সকলেই। ৯মাসেরও বেশি সময় পরে পৃথিবীতে পা রাখবেন সুনীতারা কিন্তু এলন মাস্কের মহাকাশযানে যান্ত্রিক গোলযোগের কারণে আবার পিছিয়ে গেল তাদের পৃথিবীতে ফেরা। কিন্তু এই গোলযোগ সারিয়ে কবে মহাকাশযানটি সুনীতাদের ফেরাতে মহাকাশে পাড়ি দেবে তা এখনও জানা যায়নি।
কিছু দিন আগেই জানা গিয়েছিল যে আগামী ১৬ মার্চ পৃথিবীতে ফিরবেন দুই মহাকাশচারী সুনীতা উইলিয়মস এবং ব্যারি বুচ উইলমোর। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল সেই মিশন। এর ফলে নতুন করে যে আরও খানিকটা উদ্বেগ বাড়ল তা বলাই বাহুল্য।
নাসা এবং স্পেসএক্স-এর তরফে জানানো হয়েছে যান্ত্রিক গোলযোগের জন্য মহাকাশযান ফ্যালকন ৯-এর উৎক্ষেপণ স্থগিত রাখা হচ্ছে।ফলে কবে পৃথিবীতে ফিরতে ফিরবেন তা নিয়ে নতুন করে তীব্র অনিশ্চয়তা। তবে দ্রুত সেই ত্রুটি শুধরানোর চেষ্টা করছে নাসা এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স 39A-তে ফ্যালকন 9 রকেটের গ্রাউন্ড সাপোর্ট ক্ল্যাম্প আর্ম সহ হাইড্রোলিক সিস্টেমের সমস্যার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সংস্থার ক্রু-10 মিশনের উৎক্ষেপণ প্রচেষ্টা তারা বাতিল করেছে।