ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : ২২ মে ২০২৪ সালে বিচারপতি তপব্রত চক্রবর্ত্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল ২০১০ সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হিসেবে গণ্য হবে। কিন্তু আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় চলতি মাসে দুটি আবেদন গ্রহণ করে মুখ্য সচিবকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ওই ডিভিশন বেঞ্চ।
বুধবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়ে জানান, আদালতের নির্দেশের পর দুটি নোটিশ এর মাধ্যমে সমস্ত ডিপার্টমেন্টকে অবগত করা হয়েছে কোনও ক্ষেত্রে ব্যাখ্যামূলক ভুল হয়ে থাকতে পারে। তাই এখনও পর্যন্ত আদালতের নির্দেশ মানা হয়নি। তবে কোনো সংশয় নেই যে আদালতের নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত কোনো নিয়োগ হবে না।
মঙ্গলবার মুখ্য সচিবের বক্তব্য শোনার পর তাঁর বক্তব্য হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
এই মামলায় আইনজীবী সুবীর সান্যাল জানান, রায়গঞ্জ ও বাঁকুড়াতে নিয়োগের ক্ষেত্রেও সংশয় তৈরি হয়েছে। আদালতের এই রায়ের ফলে অনেক ক্ষেত্রে ধারণা তৈরি হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে এর কুপ্রভাব পড়বে।
এই মামলায় অরিজিনাল সাইডের রেজিস্ট্রার ও হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও তাদের অবস্থান জানাতে হবে।
মুখ্য সচিবের উদ্দেশ্যে এদিন বিচারপতি রাজা শেখর মান্থা বলেন, রাজ্যের শীর্ষ আদালতের নির্দেশ যদি রাজ্যের প্রশাসনিক উচ্চতর কর্তৃপক্ষই না মানেন তাহলে তা খুবই দুঃখজনক।