পারমিতা ধর, নিজস্ব প্রতিনিধিঃ ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে একাধিক বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে।৩মার্চ সোমবার লস অ্যাঞ্জেলেসে একাধিক বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে।কারও ভাগ্যে শিকে ছিঁড়ল, আবার কাউকে ফিরতে হল খালি হাতে। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন কোনান ওব্রায়েন।ভারতের একামাত্র প্রিয়াঙ্কা চোপড়া নিবেদিত স্বল্প দৈর্ঘ্যের ছবি অনুজা থাকলেও তাও পরাজিত হল “আই অ্যাম নট আ রোবট” ছবিটির কাছে।চলতি বছরে অস্কার মঞ্চে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল জ্যাক অডিয়ার্ড পরিচালিত ছবি “এমিলিয়া পেরেজ”।তবে পুরস্কারের নিরিখে শুরু থেকেই জয়জয়কার শন বেকার পরিচালিত “আনোরা”-র।সেরা পরিচালক, সেরা অভিনেত্রীর পাশাপাশি একাধিক বিভাগে বাজিমাত করেছে এই ছবি।এর সঙ্গে পাল্লা দিল “দ্য ব্রুটালিস্ট”।এই ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন এড্রিয়েন বডি।চলুন এক নজরে দেখে নিই অস্কারের মঞ্চে শেষ হাসি হাসল কারা।
এক নজরে ৯৭তম অস্কার
সেরা ছবিঃ আনোরা
সেরা পরিচালকঃ শন বেকার (আনোরা)
সেরা অভিনেতাঃ এড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রীঃ মাইকি ম্যাডিসন (আনোরা)
সেরা সহ-অভিনেতাঃ কিয়েরান কালকিন (দ্য রিয়েল পেইন)
সেরা সহ-অভিনেত্রীঃ জো সালদানা (এমিলিয়া পেরেজ)
সেরা তথ্যচিত্রঃ নো আদার ল্যান্ড (প্যালেস্তাইন, নরওয়ে)
সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রঃ দ্য ওনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা (আমেরিকা)
সেরা বিদেশি ভাষার ছবিঃ আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল)
সেরা ছবিঃ ফ্লো (অ্যানিমেটে়ড)
সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবিঃ ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস (অ্যনিমেটেড)
সেরা চিত্রনাট্য অরিজিনালঃ শন বেকার (আনোরা)
সেরা চিত্রনাট্য (অ্যডাপ্টেড)- পিটার স্টহান (কনক্লেভ)
সেরা সঙ্গীতঃ এল মাল (এমিলিয়া পেরেজ)
সেরা আবহসঙ্গীতঃ ড্যানিয়েল ব্রুমবার্গ (দ্য ব্রুটালিস্ট)
সেরা সিনেমাটোগ্রাফিঃ লল ক্রলে (দ্য ব্রুটালিস্ট)
সেরা সম্পাদনাঃ শন বেকার (আনোরা)
সেরা পোশাক পরিকল্পনাঃ পল টেজওয়েল (উইকেড)
সেরা রূপটান ও কেশসজ্জাঃ দ্য সাবস্ট্যান্স
সেরা ভিজ্যুয়াল এফেক্টসঃ ডিউন-পার্ট টু