পারমিতা ধর, নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ৮ বছর বয়সেই সবাইকে কাঁদিয়ে তারাদের দেশে পাড়ি দিল বাংলাদেশের তারকা কুকুর সন্তু।ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও শোকের ছায়া।সন্তুর ফেসবুক পেজ থেকে রবিবার তার মৃত্যুর খবর জানানো হয়েছে।পোস্টে লেখা, “আমার মা পাখি পৃথিবীর সব আলো নিভিয়ে আকাশের তারা হয়ে গিয়েছে।
২৬ এপ্রিল ২০১৬ -০২ মার্চ ২০২৫ রা ১১টা ১৫ মিনিটে ৮ বছরের প্রাণ প্রদীপ নিয়ে এসে আমার প্রাণ পাখি আমার প্রাণ নিয়ে চলে গিয়েছে।“ফেসবুক থেকেই জানাগিয়েছিল বেশ কিছুদিন ধরে শারিরীক সমস্যায় ভুগছিল সন্তু।গত ১৫ দিন ধরে পায়ে ব্যাথায় ভুগছিল সে।হাঁটাচলাও ঠিকঠাক করতে পারছিল না।ভারতের পশু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসার সব ব্যবস্থা করলেও শেষ রক্ষা হল না।
সন্তুর চলে যাওয়ার খবর মেনে নিতে পারছেন না কেউ।সমাজমাধ্যমে অত্যন্ত জনপ্রিয় ছিল সন্তু।সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুরাগী তার।সন্তুর ফেসবুক পেজ থেকে মজার মজার ভিডিও পোস্টের ফলে মানুষের মনে খুব সময়েই জায়গা করে নিয়েছিল সন্তু।ফেসবুক, ইনস্টাগ্রম, ইউটিউবে ব্যাপক জনপ্রিয় ছিল সন্তু।বহু মানুষের মন ভাল রাখার দায়িত্ব সে যেন একাই নিয়েছিল।তার বিভিন্ন মজাদার পোস্টের ভক্ত ছিলেন লক্ষ লক্ষ অনুরাগী।সমাজমাধ্যমে তার ফলোয়ারের সংখ্যা বহু তারকাকেই হার মানাবে।২০১৬ সালে উত্তর ২৪ পরগণার বারাসত থেকে ওপার বাংলায় গিয়েছিল সন্তু।তার দুষ্টুমির ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন সন্তুর “বদ ময়না”(তনুশ্রী) ও “বদ দাদা”। মজাদার ভিডিওতেই কেরামতি দেখিয়ে দুই বাংলার মন জয় করেছিল এই চারপেয়ে।চিকিৎসার জন্য একাধিকবার ভারতে এসেছে সন্তু।মধ্যমগ্রামে গিয়ে সন্তুর সঙ্গে দেখাও করে আসেন পশুপ্রেমী দেবশ্রী রায়। তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই সমাজমাধ্যমে শোকবার্তা।কমেন্ট বক্সে সন্তুকে ভালোবাসা জানিয়েছেন তার অনুরাগীরা।কেউ লিখেছেন “নতুন করে তোর দুষ্টুমি দেখতে পাব না ঠিকই, তবে তুই আমাদের মাঝে সব সময় থাকবি।“সন্তুর মৃত্যুর খবরে কেউ লিখেছেন “কী বলব মুখের ভাষা হারিয়ে গেছে”।এক কথায় সন্তুর মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না কেউই।