দেবস্মিতা বিশ্বাস, নিজস্ব প্রতিনিধিঃ আগামী ৩০ শে মার্চ মুক্তি পেতে চলেছে এ.আর.মুরুগাদোস পরিচালিত ছবি ” সিকান্দার” , ছবি মুক্তির এক সপ্তাহ আগেই প্রকাশ্যে এলো ট্রেলার। ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলার জুড়ে সামনে এলো ভাইজানের পূর্ব পরিচিত অ্যাকশন হিরো অবতার। এই ঝলকের প্রথমেই তাকে সম্বোধন করা হচ্ছে ‘রাজকোটের রাজা’ নামে ,একাই লড়তে দেখা যাচ্ছে একাধিক গুন্ডার সঙ্গে। ট্রেলারটি দেখে প্রাথমিকভাবে বোঝাই যায় যে ‘সিকান্দার’ একটি পুরো দস্তুর অ্যাকশন প্যাকেজ। সালমান খানের উপস্থিতি ট্রেলারের মূল আকর্ষণ—তাঁর স্বভাবসিদ্ধ স্টাইল, শক্তিশালী ডায়লগ ডেলিভারি এবং তীব্র অ্যাকশন দৃশ্যের মাধ্যমে তিনি দর্শকদের মনোযোগ কেড়ে নিয়েছেন। ট্রেলারে দেখা যায় সালমান একটি দ্বৈত চরিত্রে অভিনয় করছেন, যা গল্পে একটি আকর্ষণীয় মোড় আনতে পারে । ছবির গান ইতিমধ্যেই সাড়া জাগাতে শুরু করেছে নেট মাধ্যমে , সিনেমাটোগ্রাফিও প্রশংসিত হচ্ছে ব্যাপক পরিমানে। “সিকান্দার” সিনেমার ট্রেলারে রশ্মিকা মন্দানার ভূমিকা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য খুব বেশি প্রকাশ পায়নি , কারণ ট্রেলারটি গল্পের সম্পূর্ণ রূপ না দেখিয়ে বজায় রেখেছে রহস্য । তবে, যা বোঝা যাচ্ছে , এই ছবিতে সালমান খানের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে রশ্মিকা মন্দানাকে । ট্রেলারে রশ্মিকার উপস্থিতি সংক্ষিপ্ত হলেও তার সঙ্গে সালমানের রসায়ন লক্ষণীয়।
X-এ কিছু ভক্ত মন্তব্য করেছেন যে, রশ্মিকার স্ক্রিন প্রেজেন্স এবং স্টাইল ট্রেলারে চোখে পড়ার মতো, এবং তার সঙ্গে সালমানের জুটি বেশ “ফ্রেশ” বলেও মন্তব্য করেছেন অনেকে ।২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় হিন্দি সিনেমা ‘গজনী’র পরিচালক এ. আর. মুরুগাদোস অধিকাংশ ক্ষেত্রেই তৈরী করেন শক্তিশালী নারী চরিত্র । তাই ট্রেলারে রশ্মিকার ভূমিকার গভীরতা বা বিস্তার সম্পর্কে স্পষ্ট কোনো ইঙ্গিত না থাকলেও তার চরিত্রটিও হতে পারে সমান গুরুত্বপূর্ণ , এমন টাই মনে করছেন দর্শক মহলের একাংশ। তবে, প্রাপ্ত মতামতের ভিত্তিতে, সবাই একমত নয় সিকান্দারের ট্রেইলার নিয়ে। কেউ কেউ এটিকে “অসাধারণ” এবং “পূর্ণ এন্টারটেইনমেন্ট প্যাকেজ” বলে প্রশংসা করেছে। যেখানে উল্লেখ করা হয়েছে চমৎকার ভিজ্যুয়াল, শক্তিশালী ডায়লগ এবং সালমানের অতুলনীয় স্ক্রিন প্রেজেন্সের কথা, তেমনই অন্যদিকে কেউ কেউ প্রকাশ করেছেন হতাশা। বলেছেন যে ডায়লগ এবং অ্যাকশন দৃশ্যগুলো অন্যান্য সিনেমা থেকে “কপি” করা বলে মনে হচ্ছে এবং ট্রেলারটিও তেমন কোনো গভীর প্রভাব ফেলতে পারেনি।
সিনেমার এই ঝলকে দেখা গিয়েছে কাজল আগারওয়ালকে, তবে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি তার চরিত্র সম্পর্কেও । এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে সত্যরাজ, শরমন জোশী এবং প্রতীক বব্বরের মতো তারকাদের। এখন দেখার আগামী ৩০ শে মার্চ ভাইজানের সিকান্দার ঝড় তুলতে পারে কিনা বক্স অফিসে।