জল অপচয় বন্ধ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। একাংশ মানুষের অভ্যাসের কারণে জল অপচয় হয়। সেটা বন্ধ করা প্রয়োজন। তবে শুধুমাত্র নীতি কথায় কাজ না হওয়ায় এবার কড়া পদক্ষেপ নেওয়ার পথেই রাজ্য।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- সোমবার রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক শংকর ঘোষের প্রশ্নের উত্তরে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, একাংশের মানুষের জল অপচয়ের অভ্যাসের কারণে অনেক মানুষ বিশুদ্ধ জল পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটা বন্ধ করা প্রয়োজন। সেই কারণে পুরসভাগুলিকে জলের অব্যবহৃত স্ট্যান্ড পোস্ট তুলে দিতে বলা হয়েছে। তিনি জানান রাজ্যে বর্তমানে ৭৩ হাজারের কাছাকাছি স্ট্যান্ড পোস্ট রয়েছে। আসন্ন গ্রীষ্মের মরশুমে জলের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে সেগুলিতে কল লাগানো হচ্ছে। ইতিমধ্যেই ৭০ হাজারের বেশি স্ট্যান্ড পোস্টে কল লাগিয়ে দেওয়া হয়েছে। তবে দেখা যাচ্ছে একাংশের মানুষ বারবার ওই সব কল ভেঙে দিচ্ছে। এর ফলে জল অনিয়ন্ত্রিত ভাবে বেরিয়ে যাচ্ছে। কোনো স্ট্যান্ড পোস্টে বারংবার এধরণের ঘটনা ঘটলে সেগুলি তুলে দেওয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে এপর্যন্ত রাজ্যের ৭৫ শতাংশ পুর এলাকায় প্রতিটি বাড়িতে নল বাহিত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি জানান।