মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ৮দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোড়। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির কারণে ৯টা মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকতে হল তাঁদের। এর জন্য কি বাড়তি বেতন পাবেন এই দুই মহাকাশচারী ? ৮দিনের পরিবর্তে ৯মাস ওভারটাইম। এই ওভারটাইমের জন্য বাড়তি কত বেতন পাবেন সুনীতা ও ব্যারি ?
৮দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী ব্যারি বুচ উইলমোড়। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির কারণে পৃথিবীতে ফেরাটা একেবারে অনিশ্চিত হয়ে পড়ে। নাসার তরফে একাধিকবার চেষ্টা করা হলেও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তাই দিনের পর দিন মহাকাশেই কাটাতে হয়েছে এই দুজনকে। তাই ৮ দিনের জন্য গেলেও ৯মাস মহাকাশেই কাটাতে হয় এই দুই মহাকাশচারীকে।
এর জন্য কত টাকা বাড়তি পাবেন সুনীতারা ?
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার নিয়ম অনুযায়ী, মূল বেতনের বাইরে হাতখরচ বাবদ দিনপ্রতি মাত্র ৩৪৭ টাকা ভারতীয় মুদ্রায় পেতে পারেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী নভশ্চর বুচ উইলমোর। আট দিনের সফরে মহাকাশে গিয়ে ন’মাসের জন্য সেখানে আটকে পড়েন সুনীতারা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঝুঁকি এবং নানা প্রতিকূলতাকে সঙ্গী করে দিন কাটিয়েছেন। এই পরিশ্রম, অধ্যাবসায়ের জন্য নাসার তরফে সুনীতাদের মোটা অঙ্কের টাকা কিংবা উপহার দেওয়া হবে। সেই সম্ভাবনায় জল ঢেলেছেন নাসার অবসরপ্রাপ্ত মহাকাশচারী কোডি কোলম্যান। নাসার নিয়মের কথা জানিয়ে কোলম্যান বলেন, “নাসা তাদের মহাকাশচারীদের কাজকে পৃথিবীর অন্যান্য সরকারি চাকরির মতো করেই দেখে। তাই মহাকাশচারীরা যতই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করুন না কেন, আলাদা কোনও অর্থ তাঁদের দেওয়া হয় না।” তিনি আরও বলেন, আকস্মিক দুর্ঘটনার জন্য অভিযান দীর্ঘায়িত হলে নভোশ্চরদের বেতনের পাশাপাশি একটি দৈনিক ভাতা দেওয়া হয়, যার পরিমাণ খুবই কম। দিনপ্রতি মাত্র চার ডলার যা ভারতীয় মুদ্রায় ৩৪৭ টাকা। কোডি জানিয়েছেন, ২০১০-১১ সালে ১৫৯ দিনের এক অভিযানে তিনি বেতন ছাড়াও প্রায় ৬৩৬ ডলার অতিরিক্ত ভাতা পেয়েছিলেন। যা ভারতীয় মুদ্রায় ৫৫ হাজার টাকার। সেই হিসাব ধরে এগোলে সুনীতারা মহাকাশে ২৮৭ দিনের বেশি সময় কাটানোর জন্য অতিরিক্ত মাত্র ১১৪৮ ডলার পাবেন। যা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি।
সাধারণত কত বেতন পান মার্কিন মহাকাশচারীরা?
সুনীতা এবং বুচ মার্কিন বেতনক্রমের জিএস-১৫ বেতন স্তরে রয়েছেন, যা জিএস সিস্টেমের নিরিখে সরকারি কর্মীদের জন্য সর্বোচ্চ স্তর। এই স্তরের কর্মীদের বার্ষিক বেতন সর্বাধিক ১৬২,৬৭২ ডলার পর্যন্ত হতে পারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি। ফলে প্রায় ১০ মাস মহাকাশে থাকার জন্য সুনীতারা পেতে পারেন ১২২,০০৪ ডলার, অর্থাৎ প্রায় ১ কোটি টাকা।