জ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে (MSME) আবারও নজির গড়ল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আবার দেশের মধ্যে সেরা বাংলা। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই তথ্য ভাগ করে নিয়েছেন।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- তথ্য পরিসংখ্যান দিয়ে তিনি দেখিয়েছেন, কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর (National Statistics Office)-এর সাম্প্রতিক Annual Survey of Unincorporated Sector Enterprises রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে একাধিক ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলা। রাজ্যে এই সাফল্যের খবর রাজ্যবাসীর সঙ্গে ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে এই বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী লেখেন, “খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের সাম্প্রতিক বার্ষিক সমীক্ষায় (Annual Survey of Unincorporated Sector Enterprises) আবারও প্রমাণিত হয়েছে যে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (MSME) পশ্চিমবঙ্গ দেশের শীর্ষস্থান ধরে রেখেছে। পাশাপাশি, এই ক্ষেত্রে বাংলার মহিলাদের অসাধারণ অবদানও উঠে এসেছে।”সদ্য নারী দিবস দিয়েছে, এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলার মেয়েদের সাফল্য নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে।
এদিন মুখ্যমন্ত্রী যে তথ্যগুলিকে সামনে রেখে এই পোস্ট করেছেন তার মধ্যে রয়েছে নির্দিষ্ট কতগুলি দপ্তর এর সাফল্য। সমীক্ষায় উঠে আসা মূল পরিসংখ্যান:
১) ‘ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ’-এ কর্মরত কর্মীর সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ সারা দেশে শীর্ষে (১৩.৮১%)
২) সারা দেশে ‘ম্যানুফ্যাকচারিং’ শিল্পে সর্বাধিক অংশীদার পশ্চিমবঙ্গের (১৬.০২%)
৩) ‘অন্যান্য পরিষেবা’ খাতে পশ্চিমবঙ্গের অংশগ্রহণ সর্বাধিক (১৩.০৯%)
৪) ভারতে মহিলা পরিচালিত শিল্প সংস্থার সর্বাধিক হার পশ্চিমবঙ্গে (৩৬.৪%)
৫) ‘Unincorporated Sector Enterprises’-এ কর্মরত মহিলা শ্রমিকের সর্বোচ্চ শতাংশ বাংলার (১২.৭৩%)