১৮মার্চ শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। খাতা দেখা নিয়ে কি নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবারের খাতা দেখার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলির উপর বিশেষ নজর দিচ্ছে সংসদ। জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
নাজিয়া রহমান, সাংবাদিক:শিক্ষার্থীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। সবে শেষ হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষার পরেই একজন ছাত্র বা ছাত্রী বিদ্যালয় জীবনের ইতি টেনে পরবর্তী জীবন অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রবেশ করেন। আর এর পরবর্তী জীবনটি নির্ধারণ করে দেয় একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ। তাই বরাবরই রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তায় থাকেন অভিভাবক থেকে শুরু করে পরীক্ষার্থী প্রত্যেকেই। এ বছরই উচ্চ মাধ্যমিকে পুরনো সিলেবাসে শেষ পরীক্ষাগ্রহণ। ২০২৬ সাল থেকে সেমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । সূত্রের খবর, এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার উপর বিশেষ নজর দিতে চাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাই এই বছরে যথেষ্ট খোলা হাতে পরীক্ষার্থীদের খাতা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ১৮মার্চ পরীক্ষা শেষ হওয়ার পরেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে খাতা দেখার বেশ কিছু নিয়মাবলী ঘোষণা করা হয়।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত বিষয়গুলিতে সিলেবাস বহির্ভূত প্রশ্ন নিয়ে চিন্তায় ছিলেন ছাত্র-ছাত্রীরা তাদের চিন্তা দূর করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রশ্নগুলির উত্তর যে সমস্ত ছাত্রছাত্রীরা করবেন তাদের পূর্ণ নম্বর দেওয়া হবে।
এছাড়াও লুজ় শিট বা অতিরিক্ত পাতা নেওয়ার বিষয়ে যাতে গরমিল না থাকে সে বিষয়ে যথেষ্ট পরিমাণে নজরদারি করার নির্দেশ দিয়েছে সংসদ।
স্ক্রুটিনি এবং রিভিউয়ের ক্ষেত্রে সাবধানতা বজায় রাখার কথাও জানানো হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।
এর পাশাপাশি যে সমস্ত প্রশ্নের মূলত গ্রামারের ক্ষেত্রে প্রশ্নের একাধিক উত্তর হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কোনও পরীক্ষার্থীর উত্তর নিরীক্ষকরা সঠিক উত্তর মনে করলে ছাত্র ছাত্রীর উত্তরটিকে সঠিক হিসেবে নির্বাচন করতে পারেন এবং তাকে পূর্ণ নম্বরও দিতে পারেন। এছাড়াও কোনও পরীক্ষার্থী সংসদের পক্ষ থেকে পাঠানো উত্তরপত্র মেনে উত্তর লিখলেপ সেই পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবেন।
সূত্রের খবর, এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উদার হস্তে খাতা দেখার নির্দেশ দেওয়া হয়েছে নিরীক্ষকদের। সিলেবাস বহির্ভূত বা একটু কঠিন প্রশ্নগুলির ক্ষেত্রে নিরীক্ষকদের রক্ষণশীল মনোভাব ছেড়ে উদার হওয়ার পরামর্শও দিয়েছে সংসদ বলে জানা গেছে।