ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: কলকাতা পুলিশ। নামটা শুনলেই একদা অনেক অপরাধীর হৃদপিণ্ডের কাঁপুনি ধরিয়ে দিত। সমগ্র বিশ্বে অপরাধ দমনে যারা অন্যতম সেরা বাহিনী, সেই স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশের তুলনা চলত। এখানেই শেষ নয়,ইতিহাস কিন্তু অন্য কথা বলে। বিশ্বের অপরাধ বিজ্ঞানকে পথ দেখিয়েছে কলকাতার অন্যতম গর্ব কলকাতা পুলিশই।
১৮৪৫ সালে ব্রিটিশ শাসনকালে, ব্রিটিশরা কলকাতা পুলিশ গঠন করেছিল। সেইসময় একদিকে যেমন কলকাতা পুলিশের টিম গঠন চলছিল, পাশাপাশি তাঁদের পোশাক নিয়েও আলোচনা চলছিল। কিন্তু বাকি জায়গার পুলিশের পোশাকের সঙ্গে কলকাতা পুলিশের ইউনিফর্মের পার্থক্য ছিল।আর দীর্ঘ আলোচনার পর ব্রিটিশ অফিসাররা সিদ্ধান্ত নেয় যে কলকাতা পুলিশের ইউনিফর্ম সাদা হবে। সেই সঙ্গে গরমে চড়া রোদের দাপটও দেখা যায়। তাই সেই প্রস্তাবের জেরে কলকাতা পুলিশের পোশাকের রং সাদা করা হয়।
আর সেই থেকেই কলকাতা পুলিশের পোশাক হয় সাদা রঙের।যদিও পশ্চিমবঙ্গ পুলিশের ইউনিফর্ম খাকি কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পুলিশের ইউনিফর্ম সাদা।
ব্রিটিশ অফিসাররা কলকাতা পুলিশের পোশাক সাদা করার প্রস্তাব দিয়েছিল। কারণ, এখানে উপকূলীয় এলাকা হিসাবে আর্দ্রতা বেশি থাকে। সেই সঙ্গে গরমে চড়া রোদের দাপটও দেখা যায়। আর সাদা রং তাপ শোষণ করেনা তাই গরম কম লাগে।
সম্প্রতি কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি জানিয়েছেন তীব্র দাবদহে কলকাতা পুলিশের ট্রাফিক থেকে সার্জেন প্রত্যেকেই তারা অবিরাম কাজ করে চলেছেন। তাই এই গ্রীষ্মের সময় তাদের ডিউটি সূচি বদল করেছেন।